Welcome to Bangla Food Recipes Community

পাম্পকিন সুপ

পাম্পকিন সুপ

পাম্পকিন সুপ

 

পাম্পকিন বা মিষ্টি কুমড়ার গুণ অনেক এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘এ’ যা আমাদের চোখের জন্য উপকারী। পাম্পকিন সুপ বা মিষ্টি কুমড়ার সুপের সাথে আমরা অনেকেই পরিচিত নই। ইউরোপ আমেরিকায় এর প্রচলন বেশি। আমরা সাধারণত সবজি হিসেবেই মিষ্টি কুমড়া বেশি খেয়ে থাকি। কিন্তু যারা সুপ খেতে ভালোবাসেন তারা ট্রাই করে দেখতে পারেন। খেতে ভালো লাগবে।

Ingredients

  • মিষ্টি কুমড়া, খোসা ছাড়ানো ২ কাপ
  • দুধ, হালকা গরম ৩ কাপ
  • মাখন ১ টেঃ চামচ
  • চিনি-গুড় ১-২ টেবিল চামচ
  • চিকেন/বিফ ১/২ কাপ
  • জাফরান ৩-৪ রেণু
  • দারচিনি, গুঁড়া
  • জয়ফল গুঁড়া
  • ক্রীম ১ টেবিল চামচ
  • লবণ স্বাদ অনুযায়ী

Steps

  • Step 1
    পাকা মিষ্টি কুমড়া খোসা ছাড়িয়ে অল্প পানিতে সেদ্ধ করে দুই কাপ নিন।
  • Step 2
    দুধের সাথে মাখন, স্বাদ মতো চিনি, লবণ মিশান।
  • Step 3
    মাংস সিদ্ধ করে সামান্য তেলে হালকা ভেজে কুচি করুন। দুধের সাথে মেশান।
  • Step 4
    মিষ্টি কুমড়া ও বাকি সব উপকরণ (ক্রীম বাদে) মিশিয়ে চুলায় দিয়ে নেড়ে নেড়ে গরম করুন। ফুটে উঠার আগেই নামান।
  • Step 5
    সাথে সাথে ক্রীম দিয়ে পরিবেশন করুন।

    Receipe By-Reza 
Read More

ডিম টমেটো সুপ

ডিম টমেটো সুপ

ডিম টমেটো সুপ

 

ডিম আর টমেটো দুটাই সহজে হাতের কাছে পাওয়া যায়। আর টমেটো দিয়ে তৈরি যেকোন খাবারই হয়ে ওঠে মজাদার। তাই দেরি না করে আজই চটপট তৈরি করে ফেলুন চাইনিজ খাবার ডিম টমেটো সুপ।

Ingredients

  • টমেটো বড় ৩ টি
  • পেঁয়াজ কুচি ১ টি
  • তেল ১ টেঃ চামচ
  • চিকেন স্টক ৫ কাপ
  • সয়াসস, লাইট ১ টেঃ চামচ
  • সিরকা বা ভিনেগার ২ চা চামচ
  • সাদা গোলমরিচ গুুঁড়া ১/৪ চা চামচ
  • ডিমের সাদা অংশ তিনটি
  • চিনি প্রয়োজন মতো
  • লবণ স্বাদ অনুযায়ী
  • ধনেপাতা, কুচি সাজাবার জন্য

Steps

  • Step 1
    ফুটানো পানিতে টমেটো দিন। পাতলা খোসা ফেটে গেলে টমেটো তুলে খোসা ছাড়ান।
  • Step 2
    তেলে পেঁয়াজ ভাজুন। নরম ও চকচকে হলে চিকেন স্টক, সয়াসস, সিরকা, গোলমরিচ এবং পরিমাণ মতো লবণ ও চিনি দিন। ফুটে উঠার পরে মৃদু আঁচে ১০ মিনিট রাখুন।
  • Step 3
    ডিমের সাদা অংশ অল্প ফেটুন। উপর থেকে ধীরে ধীরে সুপে ডিমের সাদা অংশ ঢেলে দিন। নাড়বেন না। ডিম জমার জন্য ১ মিনিট অপেক্ষা করুন।
  • Step 4
    টমেটো দিয়ে ৩ মিনিট মৃদু আঁচে ফুটাও। ১ মিনিট পরে সুপের চিনি ও লবণ ঠিক হলো কিনা দেখে নামান

    Receipe By-Reza 
Read More

বিফ স্টু এবং মিট পাই

বিফ স্টু এবং মিট পাই

বিফ স্টু এবং মিট পাই

 

স্টু হল একটা ঝোল জাতীয় খাবার যা সবজি কিংবা মাংসের সাহায্যে তৈরি হয়ে থাকে এবং গ্রেভীর মাধ্যমে পরিবেশন করা হয়। এটা অনেকটা কারি জাতীয়।

Ingredients

  • মাংস, হাড়ছাড়া ১/২ কেজি
  • ময়দা ৩ টেঃ চামচ
  • গোল মরিচ গুঁড়া ১/৪ চা চামচ
  • তেল ২ টেঃ চামচ
  • পেঁয়াজ, ছোট ৮ টি
  • গাজর, টুকরা ৩ টি
  • মটরশুটি ১/৪ কাপ
  • আলু, টুকরা ৪ টি
  • লবণ স্বাদ অনুযায়ী

Steps

  • Step 1
    মাংস ছোট টুকরা করুন।
  • Step 2
    ময়দা, লবণ, গোলমরিচ একত্রে মিশাও। ময়দায় মাংস গড়িয়ে তেলে ভাজুন। ২-৩ কাপ পানি দিয়ে মাংস ঢেকে মৃদু আঁচে দু’ঘন্টা সিদ্ধ করুন।
  • Step 3
    বিফ স্টুতে পানি কম দিয়ে ২ টেঃ চামচ টমেটো সস দেয়া যায়।
  • Step 4
    সবজি দিয়ে আরো ২০ মিনিট সিদ্ধ করুন। স্টুতে শালগম এবং ওলকপিও দেওয়া যায়।

    Receipe By-Reza 
Read More

চিকেন এন্ড নুডল্‌স সুপ

চিকেন এন্ড নুডল্‌স সুপ

চিকেন এন্ড নুডল্‌স সুপ

 

সুপ আমাদের সকলেরই পরিচিত একটি খাবার। যুগ যুগ ধরে আমাদের দেশে সুপ মূলত রোগীর পথ্য হিসেবেই ব্যবহার হয়ে এসেছে কিন্তু এরও যে বিভিন্ন রকম ভ্যারিয়েশন হতে পারে তারই একটি উদাহরণ নুডল্‌স সুপ। নুডল্‌স সুপ আমাদের দেশে নতুন এলেও পাশ্চাত্যে কিংবা চিনে এটা অতি পরিচিত খাবার। বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে নুডল্‌স সুপ পাওয়া যায়। তাছাড়া বাজারে ইন্সট্যান্ট নুডল্‌স সুপও চলে এসেছে। তারপরও বাড়িতে কোনকিছু তৈরি করার মজাও আলাদা।

Ingredients

  • মুরগির বুকের মাংস (পাতলা কাটা স্লাইস): দেড় কাপ
  • চিকেন স্টক: ২ লিটার
  • ফিশ সস: ১ টেঃ চামচ
  • নুডল্‌স: ২৫০ গ্রাম
  • রসুন কুচি: ১ টেঃ চামচ
  • লাইট সয়া সস: ২ টেঃ চামচ
  • লেটুস পাতা কুচি: ১/৪ কাপ
  • বিনস স্প্রাউট (অঙ্কুরিত মটরশুটি): ১০০ গ্রাম
  • কাঁচা মরিচ: ৫-৬ টি
  • ধনেপাতা কুচি: ১ টেঃ চামচ
  • চিনাবাদাম গুঁড়া: ২ টেঃ চামচ
  • লবণ: পরিমাাণমতো
  • চিনি: ১ চা চামচ
  • স্বাদলবণ: ১/২ চা চামচ
  • লেবুর রস: ২ টেঃ চামচ
  • সাদা গোলমরিচ গুঁড়া: ১ চা চামচ

Steps

  • Step 1
    মুরগির মাংসে ১ টেঃ চামচ সয়া সস দিয়ে মাখিয়ে ২০-২৫ মিনিট রাখতে হবে।
  • Step 2
    সসপ্যানে তেল গরম করে রসুন গরম তেলে বাদামি রং করে ভেজে মুরগির মাংস দিয়ে ২-৩ মিনিট ভেজে গরম স্টক ঢেলে দিতে হবে।
  • Step 3
    লবণ, স্বাদলবণ, চিনি, গোলমরিচ গুঁড়া, কাঁচা মরিচ ফালি, বিনস স্প্রাউট দিয়ে একটু ফুটে উঠলে নুডল্‌স, লেটুস পাতা, ফিশ সস, ১ টেঃ চামচ সয়া সস দিয়ে মিশিয়ে দিতে হবে।
  • Step 4
    সার্ভিং ডিশে সুপ ঢেলে লেবুর রস, চিনাবাদাম গুঁড়া ও ধনেপাতা দিয়ে পরিবেশন করতে হবে।

    Receipe By-Reza 
Read More

ভেজিটেবল সুপ

ভেজিটেবল সুপ

ভেজিটেবল সুপ


ভেজিটেবল সুপ যেমন সহজপাচ্য তেমনি ভিটামিনে ভরপুর। শুধু তাই নয় ঠিকমতো বানাতে পারলে খেতে বেশ ভালো হয়।

Ingredients

  • গাজর, মটরশুটি ও বরবটিঃ ১ কাপ
  • পেঁয়াজ কুচিঃ ১ টি
  • মাখনঃ ১ টেঃ চামচ
  • নুডলসঃ ১/২ কাপ
  • অলিভ অয়েলঃ ১ চা-চামচ
  • গোলমরিচ গুঁড়াঃ ১/২ চা চামচ
  • চিকেন স্টকঃ ৩ কাপ
  • কর্ণফ্লাওয়ারঃ ১ টেঃ চামচ

Steps

  • Step 1
    আপনার পছন্দমতো আকারে সবজি কেটে ধুয়ে অলিভ অয়েল গরম করে সবজি ও পেঁয়াজ হালকা ভেজে নিন।
  • Step 2
    চিকেন স্টক বানিয়ে নিন। চিকেন স্টক বাজারে কিনতে পাওয়া যায় আবার বাসায়ও তৈরি করা যায়।
  • Step 3
    ভাজা সবজি ঢেলে দিন।
  • Step 4
    মাঝারি সিদ্ধ হলে নুডল্‌স সহযোগে গোলমরিচ, লবণ ও লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

    Receipe By-Reza
Read More

গ্রিক সালাদ

গ্রিক সালাদ

গ্রিক সালাদ


 



 


পনির ও সবজির সমন্বয়ে গড়িত টক মিষ্টি লবণাক্ত এই সালাদ খেতে ভাল লাগবে। বাসায় ট্রাই করে দেখুন।

Ingredients

  • টমেটো লম্বা করে কাটা ২ টি
  • পেঁয়াজ বড় লেয়ার করে কাটা ১ টি
  • লেটুস পাতা ২ টি
  • ক্যাপসিকাম লম্বা করে কাটা ১ ফালি
  • ওরিগ্যানো ১ চা চামচ
  • ওলিভ অয়েল ১ টেঃ চামচ
  • লেবুর রস ১ চা চামচ
  • টাবাসকো সস ১ চা চামচ
  • চিনি ২ চা চামচ
  • লবণ ১/২ চা চামচ
  • পনির কিউব ১/২ কাপ

Steps

  • Step 1
    সবগুলো উপকরণ একসাথে মাখিএ পরিবেশন করুন
Read More

প্রণ উইথ ক্যাশিওনাট সালাদ

প্রণ উইথ ক্যাশিওনাট সালাদ

প্রণ উইথ ক্যাশিওনাট সালাদ

 


প্রণ উইথ ক্যাশিওনাট সালাদ

এটা একটা থাই/বার্মিজ ডিশ। চিংড়ি এবং কাজু বাদাম এমনিতেই মুখরোচক। আর এ দুটোর কম্বিনেশন হলে তো কথাই নেই।

Ingredients

  • চিংড়ি মাথা ও খোসা বাদ দিয়েঃ ১ কাপ
  • পেঁয়াজ পাতাঃ ১/২ কাপ
  • শসাঃ ২৫০ গ্রাম
  • পেঁয়াজ লম্বা স্লাইসঃ ১/২ কাপ
  • টমেটোঃ ২০০ গ্রাম
  • লেটুসপাতাঃ ১ আঁটি
  • চিনিঃ ২ চা চামচ
  • লেবুর রসঃ ১/৩ কাপ
  • লবণঃ পরিমাণমতো
  • অলিভ অয়েলঃ ৪ টেঃ চামচ
  • শুকনা মরিচ কুচিঃ ১ চা চামচ
  • সেলারি পাতা কুচিঃ ২ টেঃ চামচ
  • লাইট সয়া সসঃ ৩ টেঃ চামচ
  • রসুন ছেঁচাঃ ১ টেঃ চামচ
  • ভাজা কাজু বাদাম আধা ভাঙ্গা করাঃ ১ কাপ

Steps

  • Step 1
    চিংড়ির মাথা ও খোসা বাদ দিয়ে অল্প পানিতে ১ টেঃ চামচ সয়া সস ও সামান্য লবণ দিয়ে ৩-৪ মিনিট ফুটিয়ে নামাতে হবে।
  • Step 2
    শসা খোসা ছাড়িয়ে পাতলা স্লাইস করতে হবে।
  • Step 3
    টমেটোর ভিতরের বিচিসহ নরম অংশ বাদ দিয়ে পাতলা স্লাইস করতে হবে।
  • Step 4
    সালাদের প্লেটে লেটুসপাতা বিছিয়ে কিছু টমেটো কুচি, কিছু চিংড়ি দিয়ে, শসা রেখে আবার চিংড়ি রেখে পেঁয়াজ পাতা ও পেঁয়াজ রেখে আবার টমেটো দিয়ে সালাদ ড্রেসিং সবদিকে সমানভাবে দিয়ে উপরে কাজু ও টমেটো কুচি দিয়ে পরিবেশন করতে হবে।
  • সালাদ ড্রেসিং প্রক্রিয়া
  • Step 1
    কাচের বয়ামে অলিভ অয়েল, ২ টেঃ চামচ সয়া সস, লেবুর রস, চিনি, লবণ, মরিচ কুচি, রসুন ছেঁচা দিয়ে খুব ভালো করে ঝাকিয়ে সালাদের উপর ঢেলে দিতে হবে।
Read More