Welcome to Bangla Food Recipes Community

বিফ স্টু এবং মিট পাই

বিফ স্টু এবং মিট পাই

 

স্টু হল একটা ঝোল জাতীয় খাবার যা সবজি কিংবা মাংসের সাহায্যে তৈরি হয়ে থাকে এবং গ্রেভীর মাধ্যমে পরিবেশন করা হয়। এটা অনেকটা কারি জাতীয়।

Ingredients

  • মাংস, হাড়ছাড়া ১/২ কেজি
  • ময়দা ৩ টেঃ চামচ
  • গোল মরিচ গুঁড়া ১/৪ চা চামচ
  • তেল ২ টেঃ চামচ
  • পেঁয়াজ, ছোট ৮ টি
  • গাজর, টুকরা ৩ টি
  • মটরশুটি ১/৪ কাপ
  • আলু, টুকরা ৪ টি
  • লবণ স্বাদ অনুযায়ী

Steps

  • Step 1
    মাংস ছোট টুকরা করুন।
  • Step 2
    ময়দা, লবণ, গোলমরিচ একত্রে মিশাও। ময়দায় মাংস গড়িয়ে তেলে ভাজুন। ২-৩ কাপ পানি দিয়ে মাংস ঢেকে মৃদু আঁচে দু’ঘন্টা সিদ্ধ করুন।
  • Step 3
    বিফ স্টুতে পানি কম দিয়ে ২ টেঃ চামচ টমেটো সস দেয়া যায়।
  • Step 4
    সবজি দিয়ে আরো ২০ মিনিট সিদ্ধ করুন। স্টুতে শালগম এবং ওলকপিও দেওয়া যায়।

    Receipe By-Reza 

Related Posts
Previous
« Prev Post