Welcome to Bangla Food Recipes Community

গ্রিক সালাদ

গ্রিক সালাদ

গ্রিক সালাদ


 



 


পনির ও সবজির সমন্বয়ে গড়িত টক মিষ্টি লবণাক্ত এই সালাদ খেতে ভাল লাগবে। বাসায় ট্রাই করে দেখুন।

Ingredients

  • টমেটো লম্বা করে কাটা ২ টি
  • পেঁয়াজ বড় লেয়ার করে কাটা ১ টি
  • লেটুস পাতা ২ টি
  • ক্যাপসিকাম লম্বা করে কাটা ১ ফালি
  • ওরিগ্যানো ১ চা চামচ
  • ওলিভ অয়েল ১ টেঃ চামচ
  • লেবুর রস ১ চা চামচ
  • টাবাসকো সস ১ চা চামচ
  • চিনি ২ চা চামচ
  • লবণ ১/২ চা চামচ
  • পনির কিউব ১/২ কাপ

Steps

  • Step 1
    সবগুলো উপকরণ একসাথে মাখিএ পরিবেশন করুন
Read More

প্রণ উইথ ক্যাশিওনাট সালাদ

প্রণ উইথ ক্যাশিওনাট সালাদ

প্রণ উইথ ক্যাশিওনাট সালাদ

 


প্রণ উইথ ক্যাশিওনাট সালাদ

এটা একটা থাই/বার্মিজ ডিশ। চিংড়ি এবং কাজু বাদাম এমনিতেই মুখরোচক। আর এ দুটোর কম্বিনেশন হলে তো কথাই নেই।

Ingredients

  • চিংড়ি মাথা ও খোসা বাদ দিয়েঃ ১ কাপ
  • পেঁয়াজ পাতাঃ ১/২ কাপ
  • শসাঃ ২৫০ গ্রাম
  • পেঁয়াজ লম্বা স্লাইসঃ ১/২ কাপ
  • টমেটোঃ ২০০ গ্রাম
  • লেটুসপাতাঃ ১ আঁটি
  • চিনিঃ ২ চা চামচ
  • লেবুর রসঃ ১/৩ কাপ
  • লবণঃ পরিমাণমতো
  • অলিভ অয়েলঃ ৪ টেঃ চামচ
  • শুকনা মরিচ কুচিঃ ১ চা চামচ
  • সেলারি পাতা কুচিঃ ২ টেঃ চামচ
  • লাইট সয়া সসঃ ৩ টেঃ চামচ
  • রসুন ছেঁচাঃ ১ টেঃ চামচ
  • ভাজা কাজু বাদাম আধা ভাঙ্গা করাঃ ১ কাপ

Steps

  • Step 1
    চিংড়ির মাথা ও খোসা বাদ দিয়ে অল্প পানিতে ১ টেঃ চামচ সয়া সস ও সামান্য লবণ দিয়ে ৩-৪ মিনিট ফুটিয়ে নামাতে হবে।
  • Step 2
    শসা খোসা ছাড়িয়ে পাতলা স্লাইস করতে হবে।
  • Step 3
    টমেটোর ভিতরের বিচিসহ নরম অংশ বাদ দিয়ে পাতলা স্লাইস করতে হবে।
  • Step 4
    সালাদের প্লেটে লেটুসপাতা বিছিয়ে কিছু টমেটো কুচি, কিছু চিংড়ি দিয়ে, শসা রেখে আবার চিংড়ি রেখে পেঁয়াজ পাতা ও পেঁয়াজ রেখে আবার টমেটো দিয়ে সালাদ ড্রেসিং সবদিকে সমানভাবে দিয়ে উপরে কাজু ও টমেটো কুচি দিয়ে পরিবেশন করতে হবে।
  • সালাদ ড্রেসিং প্রক্রিয়া
  • Step 1
    কাচের বয়ামে অলিভ অয়েল, ২ টেঃ চামচ সয়া সস, লেবুর রস, চিনি, লবণ, মরিচ কুচি, রসুন ছেঁচা দিয়ে খুব ভালো করে ঝাকিয়ে সালাদের উপর ঢেলে দিতে হবে।
Read More

কোলস্ল

কোলস্ল

কোলস্ল

কোল স্ল একটি সালাদ জাতীয় খাবার যা সাধারণত কাবাব বা ফাস্টফুড  এর সাথে পরিবেশন করা হয়ে থাকে। বিশেষ করে শুষ্ক জাতীয় খাবারের আনুসঙ্গিক হিসেবে কোল স্ল বিশেষ উপযোগী।

Ingredients

  • বাঁধাকপি লম্বা কুচিঃ ৩/৪ কাপ
  • গাজর লম্বা কুচি বা জুলিয়ান কাটঃ ১/২ কাপ
  • স্প্রিং অনিয়ন স্লাইস করাঃ ২ টেঃ চমচ
  • কালো গোলমরিচ গুঁড়াঃ ১/২ চা চামচ
  • লবণঃ ১/২ চা চামচ
  • চিনিঃ ১/২ চা চামচ
  • ভিনেগারঃ ১ চা চামচ
  • মেয়নেজঃ ৩ টেঃ চামচ

Steps

  • Step 1
    একটি বাটিতে পাতাকপি, গাজর আর পেঁয়াজ নিন।
  • Step 2
    লবণ, চিনি, ভিনেগার, গোলমরিচ গুঁড়া ও মেয়নেজ একে একে যোগ করুন আর ভালোভাবে মেশান।
  • Step 3
    সার্ভ করার পূর্বে ঠাণ্ডা করুন।
Read More

কোল্ড কফি

কোল্ড কফি

কোল্ড কফি বানাতে যা যা লাগবেঃ

ঠান্ডা দুধ-২ কাপ
জল-১/২ কাপ
ইন্সট্যন্ট কফি পাউডার-৩ চা চামচ
চিনি-২ টেবিল চামচ

কীভাবে বানাবেন

এক চামচ জলে কফি পাউডার ও চিনি মিশিয়ে ফেটিয়ে নিন। বাকি জল গরম করে ফুটন্ট জলে ফেটানো কফি মিশিয়ে নামিয়ে নিন ঠান্ডা করে নিন। ব্লেন্ডারে কফি ও ঠান্ডা দুধ ভাল করে ব্লেন্ড করে নিন। ওর মধ্যে ১ টেবিল চামত ক্রিম ও বরফ কুচি দিয়ে আরও একবার ভাল করে ব্লেন্ড করে কাচের গ্লাসে ঢেলে ওপরে বাকি ক্রিম ও ওক চিমটে গুঁড়ো কফি দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন কোল্ড কফি। তবে অনেকের কাছেই ক্রিম ও ওক না থাকলে কিছুক্ষন ব্লেন্ড করে গ্লাসে পরিবেশন করুন।

Read More

রসমালাই

রসমালাই
রসমালাই

-------------
উপকরন-
দুধ ১কিলো(৪কাপ পানি ১কাপ গুড়া দুধ দিয়ে করা যায়)
১কাপ চিনি
১কাপ গুড়া দুধ
১টা ডিম
১টে চামুচ ঘি
১/৪ চা চামুচ বেকিং পাউডার
প্রস্তুতপ্রনালি-
এককিলো দুধে এককাপ চিনি দিয়ে আধা কিলো করবেন.অন্যদিকে একটা বাটিতে এককাপ গুড়া দুধ,এক চামুচ ঘি,একটা ডিম,এক চা চামুচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার দিয়ে. মিক্স করে ছোট ছোট বল বানিয়ে ঐ গরম দুধে ঢেলে দিবেন. দুধের চুলা জোরে চালিয়ে দিবেন.দুধে বল গুলো বয়েল হতে হতে ২/৩মিনিটে উপরে উঠে আসবে.পাতিলকে ধরে নেড়ে দিবেন.চামুচ দিয়ে নাড়বেন না.চুলার আঁচ আদা করে দিবেন. ৫/৬ মিনিট পর নামিয়ে ফেলবেন.হয়ে গেল রসমালাইর .ঠান্ডা করে, উপরে জাফরান,বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন
Read More
ফালুদা

#উপকরন:
দুধ ঘন করে নেয়া-১কাপ
তোকমা -৫চামচ
সাবুদানা সিদ্ধ-৫চামচ
কাঠ,কাজু,পেস্তাবাদাম -৫চামচ
আইস্ক্রিম স্রবেরি ফ্লেবার
চকলেট সিরাপ-২চামচ
ফল-পছন্দমত
কালারফুল জেলি কেটে নেয়া-২+২+২ =৬চামচ
#প্রস্তুতপ্রণালী:
তোকমা ৩০মি. পানিতে ভিজিয়ে নিয়ে ছেকে নিতে হবে।
সাবুদানা সিদ্ধ করে নিতে হবে।জেলি কেটে নিতে হবে।
একটি গ্লাসে তোকমা দিয়ে এর উপর অরেঞ্জ কালার জেলি দিয়ে,সাবুদানা দিয়ে,একে একে কাটা ফল দিয়ে উপরে দুধ ঢেলে তার উপর আইস্ক্রিম দিয়ে সব বাদাম,ড্রাইফ্রুট দিয়ে পরিবেশন করুন।

#রেসিপি-নুসাইবা নিঝুম
Read More

সুস্বাদু মাখন

সুস্বাদু মাখন
সুস্বাদু মাখন

মাত্র ১০ মিনিটে মাখন? হ্যাঁ, সেটা নিঃসন্দেহে সম্ভব। সত্যি বলতে কি, মাখন তৈরি করতে ১০ মিনিটেরও কম সময় লাগবে। আর এতে উপাদান লাগবে মাত্র ২টি! বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন জেনে নিই রেসিপি আর সাথে দেখে নিই মাখন তৈরির বিস্তারিত প্রণালি।
উপকরণ-
হেভি ক্রিম ১ বোতল/প্যাকেট/কৌটা
(আমাদের দেশে বড় সুপারশপে হেভি ক্রিম কিনতে পাওয়া যায়। যদি হেভি ক্রিম না পান, তাহলে দুধ জ্বাল দেয়ার সময় ওপরে যে সর জমে, সেটাকে প্রতিদিন তুলে তুলে জমিয়া রাখুন ফ্রিজে। বেশ কিছু পরিমাণ সর জমে গেলে সেটা দিয়ে একই ভাবে মাখন তৈরি করতে পারবেন)
লবণ- ১ চিমটি
প্রণালি--একটি ফুড প্রসেসর বা হ্যান্ড বিটার নিন। ফুড প্রসেসর হলে ভালো। এর মাঝে ক্রিম ও লবণ দিয়ে বিট করতে শুরু করুন। (লবণ না দিলেও চলবে। লবণের বদলে নিজের পছন্দের যে কোন ফ্লেভার যেমন মিনট, ধনিয়া, পেপ্রিকা এইসবও যোগ করতে পারেন)-বিট হতে হতে দেখবেন ক্রিম ঘন হতে শুরু করে করেছে। ঘন হতে হতে ক্রমশ জমাট বাঁধতে শুরু করবে।-যখন দেখবেন জমাট প্রায় বাঁধে বাঁধে অবস্থা, এমন সময়ে ২/৩ চামস বরফ শীতল পানি যোগ করুন। এতে সহজে জমাট বাঁধবে।-আবার বিট করুন। এক সময়ে দেখবেন আবার বিট করতে পারবেন না। দেখতে পাবেন যে মাখন জমাট বেঁধে গেছে আর এক রকমের সাদা পানি বের হয়েছে। এটাই বাটারমিল্ক।-মাখন হাত দিয়ে সংগ্রহ করে বল বানিয়ে রাখুন। আর এই বাটার মিল্ক আপনি ব্যবহার করতে পারবেন নানান রকমের রান্নায়।
Read More

বেগুন ভাজা

 বেগুন ভাজা
 বেগুন ভাজা

উপকরনঃ
– লম্বা বেগুন স্লাইস করে কাটা
– মরিচ গুড়া
– হলুদ গুড়া
– লবন
– চিনি
– তেল (ভাঁজার জন্য, আমি সব সময়েই চেষ্টা করি কম তেলে ভাঁজার জন্য)

প্রনালীঃ
লম্বা বেগুন এভাবে কেটে রাখুন।
পরিমান বুঝে লবন, মরিচ গুড়া, হলুদ গুড়া এবং চিনি দিয়ে দিন। (অনুমানটা নির্ভর করবে আপনি কয়টা বেগুন নিয়েছেন তার উপর)
ভাল করে মেখে ঘন্টা খানেকের জন্য সাধারণ তাপমাত্রায় রেখে দিন।
এবার ফ্রাই প্যানে সামান্য তেল গরম করে তাতে মশলা মাখানো বেগুন গুলো দিয়ে ভাঁজুন।
ঢাকনা দিয়ে রাখুন, আগুন মাধ্যম আঁচে থাকবে।
এক পিঠ হয়ে গেলে, খুন্তি দিয়ে অন্য পিট উলটে দিন।
কেমন রাখবেন এটা আপনি নিজেই বুঝে নিন। ভেতরটা নরম হয়ে গেলেই ভাঁজা হয়ে যায়।
পরিবেশনের জন্য প্রস্তুত।
Read More

মাত্র ১ টা ডিম দিয়ে গ্যাসের চুলায় চকলেট-বাদাম কেক

মাত্র ১ টা ডিম দিয়ে গ্যাসের চুলায় চকলেট-বাদাম কেক
রেসিপি : "' মাত্র ১ টা ডিম দিয়ে গ্যাসের চুলায় চকলেট-বাদাম কেক "' :)
উপকরণ:
-ডিম ১ টা,
-ময়দা ১/২ কাপ,
-সয়াবিন তেল/ বাটার ১ কাপের একটু কম,
-চিনি ১ কাপের একটু কম,
-গরম তরল দুধ দেড় কাপ (১+১/২),
-গুরা দুধ ৩ চা চামচ,
-কো কো পাউডার ৩ চা চামচ,
-বেকিং পাউডার ১ চা চামচ
-কাঠ বাদম বা বাদাম-কিচমিচ যে টা ইচ্ছা,
৩ চা চামচ কুচি করা।
প্রণালি :
প্রথমে ছাকনিতে অ(গুড়া দুধ + কো কো পাউডার)
চেলে নিতে হবে। তারপর ১ টি পাতিলে দুধ নিয়ে ঠান্ডা
অবস্থায় তাতে ঐ (গুড়া দুধ + কো কো পাউডার)
গুলে নিতে হবে। তারসাথে চিনি টাও দিয়ে দিতে হবে।
এবার চুলায় বসিয়ে জাল করে নিতে হবে। এটা বেশ ঘন ও আঠালো হবে।১ চা চামচ ঘি দিলে সুন্দর গন্ধ আসে।
এই মিশ্রণের জন্যই ১ টা ডিমেও এতো বড় ও সুন্দর কেক হয়

অন্য দিকে ডিম ১টি বাটিতে নিয়ে কুসুম আলাদা অন্য বাটিতে রেখেlসাদা অংশ টা ভালো ভাবে বীট করে ফোম তৈরি করে নিতে হবে। ইলেক্ট্রিক বীটার হলে তো কথাই নাই,আর না থাকলেও don’t worry… কাটা চামচ বা
সধারণ বীটার দিয়ে একটু সময় নিয়ে বীট করতে হবে।
কমপক্ষে ৩০ মিনিট। যখন ফোম তৈরি হয়ে যাবে তখন
একটু একটু করে তেল দিয়ে বীট করতে হবে। কমপক্ষে ৩-৪ বারে তেল দিবেন। ভুলেও একবারে সব দিবে না। এবার কুসুম দিয়ে আবার বীট করবে।ভাল ভাবে বীট করতে হবে।
দুধের ঘন মিশ্রণ এর সাথে ভালো ভাবে চামচ দিয়ে মিশিয়ে
নিতে হবে।মিশ্রণটি চুলা থেকে সরাসরি বাটিতে দিতে হবে।
অন্য (১টি বাটিতে ময়দা+বেকিং পাউডার) ভালো ভাবে
একটি চামচ দিয়ে মিশিয়ে ছাকনিতে ছেকে নিতে হবে।
এবার একটু একটু করে ময়দা এই মিক্সটা দিয়ে চামচ দিয়ে
নাড়তে করতে হবে।আটা মিশ্রণে ৩-৪ বারে দিয়ে হবে।
সবশেষে বাদাম কুচি দিয়ে নেড়ে দিতে হবে।
মিক্স তৈরি হয়ে গেলে যে বটিতে কেক বানাবে তাতে একটু তেল ব্রাশ করে মিশ্রণ টি ঢেলে দিতে হবে। মিশ্রণটি অবশ্যই বাটির অর্ধেক হতে হবে। কারণ কেক ফুলে দ্বিগুন হয়ে ফুলে যাবে। চুলায় কড়াই বা প্যান বসিয়ে তাতে বালি বা ছাই দিয়ে ২ মিনিট বেশি আচে গরম করে নিয়ে তারপর কেকের বাটি বসিয়ে আচ খুবই কম করে দিতে হবে।
কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে বাতাস না
ঢোকে। অল্প আচে ৪০ মিনিট রাখার পর একটি টুথপিক
দিয়ে দেখতে হবে। কিছু না লেগে থাকলে কেক হয়ে গেছে।
না হলে আরও ৫ মিনিট রাখতে হবে। নামিয়ে ১০-১৫ মিনিট
পর বাটির চারদিকে ছুরি ঘুরিয়ে কেক বের করতে হবে।
*তোমরা চাইলে ফ্লেবারের জন্য যে কোন এজে্ন্স দিতে পারো।
* কেক ননস্টিক কেক এর বাটিতে করলে নিচে পুরে যায় না।
কিন্তু অন্য বাটিতে করলে নিচে একটু পুরে যায়।
* কেক চুলা থেকে নামানোর ৩০ মিনিট পর ঠান্ডা করে
তারপর বাটির চারপাশে চাকু ঘুরিয়ে কেক বের করতে হয়।
ইচ্ছা মতো ক্রিম বা বাদাম দিয়ে মনের মতো
সাজিয়ে নাও কেক।
* আমি সব মেজারমেন্ট কাপ দিয়ে পরিমাপ করেছি ।
* কেক এর জন্য ডিম ১ ঘন্টা আগে ফ্রিজ থেকে
বাহিরে রাখতে হয়।এতে ফোম ভালো হয়।
* যে বাটিতে ফোম করবে তা ভিজা থাকলে বা ডিমে
সাদা অংশে কুসুম থাকলে ফোম হবে না।
* কেক বানিয়ে ফ্রিজে না রাখাই ভালো,শক্ত হয়ে যায়।
বক্সে করে ২ দিন ক্রিম ছাড়া কেক ভালো............
Read More

সবজি পোলাও

সবজি পোলাও

সবজি পোলাও
উপকরণ: পোলাওয়ের চাল (বাসমতী চাল) ৫০০ গ্রাম, ফুলকপি আধা কাপ, ব্রকলি আধা কাপ, গাজর কিউব করে কাটা আধা কাপ, আলু কিউব করে কাটা আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, সবজির স্টক সাড়ে তিন কাপ, আদা বাটা ১ টেবিল-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, পোস্তদানা বাটা ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, লেবুর রস ২ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, দুধ আধা কাপ, কাঁচামরিচ ১০-১২টি, তেল আধা কাপ, লবঙ্গ ৪টি, দারচিনি ৪ টুকরা, তেজপাতা ২টি, এলাচ ৪টি, ঘি ৩ টেবিল-চামচ।
প্রণালি: ফুটন্ত পানিতে লবণ দিয়ে সব সবজি আলাদাভাবে আধা সেদ্ধ করে নিতে হবে। চাল ধুয়ে পানি ঝরাতে হবে। তেল গরম করে গরম মসলা ও তেজপাতা ফোঁড়ন দিয়ে সব বাটা মসলা কষিয়ে সবজির স্টক দিতে হবে। পানি ফুটে উঠলে লেবুর রস ও চাল দিতে হবে। পানি শুকিয়ে এলে দুধ, চিনি ও কাঁচামরিচ দিয়ে ৫-৭ মিনিট অল্প আঁচে রাখতে হবে। সব সবজি দিয়ে, সবজির ওপর ঘি দিয়ে ১৫-২০ মিনিট দমে রাখতে হবে। সবজি পোলাও ভাজা, কাবাব ও ভুনা মাংসের সঙ্গে পরিবেশন করা যায়।
সিতারা ফিরদৌস
সূত্র: দৈনিক প্রথম আলো,
Read More

নবাবি বিরিয়ানি

নবাবি বিরিয়ানি
নবাবি বিরিয়ানি
উপকরণ-১: কচি গরুর মাংস ২ কেজি, এলাচ ৬টি, লবঙ্গ ৫-৬টি, আদার রস ২ টেবিল-চামচ, রসুনের রস ১ টেবিল-চামচ, তেজপাতা ৪টি, পেঁয়াজের রস ২ টেবিল-চামচ, দারচিনি ৬ টুকরা, জাফরান আধা চা-চামচ, টকদই ১ কাপ, লবণ পরিমাণমতো, সরিষার তেল আধা কাপ, সাদা গোলমরিচ গুঁড়া ২ চা-চামচ, চিনি ১ টেবিল-চামচ, জয়ত্রি গুঁড়া আধা চা-চামচ।
প্রণালি-১: মাংস বড় টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। ওপরের সব উপকরণ দিয়ে মাখিয়ে ৫-৬ ঘণ্টা রাখতে হবে।
উপকরণ-২: পোলাওয়ের চাল ১ কেজি, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, মাঝারি সাইজের আলু ১০-১২টি, জাফরান আধা চা-চামচ, পেস্তাবাদাম কুচি ৪ টেবিল-চামচ, কাজু ১ কাপ, কাঁচামরিচ ১৫-১৬টি, ঘন দুধ ১ কাপ, মিষ্টি আতর ৫-৬ ফোঁটা, ঘি ১ কাপ, মালাই আধা কাপ, দারচিনি ৬ টুকরা, আলুবোখারা ১০-১২টি, এলাচ ৪টি, কিশমিশ ২ টেবিল-চামচ, লবঙ্গ ৬টি, কেওড়া ১ টেবিল-চামচ।
প্রণালি-২: চাল ধুয়ে পানি ঝরিয়ে পরিমাণমতো লবণ ও ২ টেবিল-চামচ লেবুর রস মাখিয়ে রাখতে হবে।
আলু ছিলে সামান্য রং ও লবণ মাখিয়ে রাখতে হবে। কেওড়ার পানিতে জাফরান ভিজিয়ে ২০-২৫ মিনিট রাখতে হবে। বিরিয়ানির হাঁড়িতে প্রথমে মাখানো মাংস রাখতে হবে, তারপর আলু দিতে হবে। কাজু ও আলুবোখারা, কাঁচামরিচ, চাল, গরম মসলা দিতে হবে। এরপর কিশমিশ, পেস্তাবাদাম কুচি, দুধ, মালাই ও ৬ কাপ পানি দিতে হবে। ঘি, জাফরানমিশ্রিত কেওড়ায় পানি, মিষ্টি আতর, কিছু বেরেস্তা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চতুর্দিকে ময়দা মথে আটকিয়ে দিতে হবে। এরপর ৫ মিনিট বেশি জ্বালে, ১০ মিনিট মাঝারি জ্বালে, ১৫-২০ মিনিট অল্প জ্বালে রাখতে হবে। ১০-১৫ মিনিট দমে রেখে নামাতে হবে। নবাবি বিরিয়ানি সার্ভিং ডিশে ঢেলে কিছু পেস্তা কুচি ও বেরেস্তা দিয়ে সালাদ ও বোরহানির সঙ্গে পরিবেশন করা যায়।
সিতারা ফিরদৌস
সূত্র: দৈনিক প্রথম আলো,
Read More

হাঁসের আখনি পোলাও

হাঁসের আখনি পোলাও
হাঁসের আখনি পোলাও
উপকরণ:
ক. মাংস রান্না: হাড়সহ হাঁসের মাংস দেড় কেজি, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, টক দই ৩ টেবিল-চামচ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, আস্ত কাঁচা মরিচ ৬-৭টি, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, পানি (গরম) ১ কাপ।
খ. পোলাওয়ের জন্য: চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, ঘি ১ কাপ, মাওয়া (গুঁড়া করা) ১ কাপ, গুঁড়ো দুধ ১ কাপ, কিশমিশ ১ টেবিল-চামচ, বাদামকুচি ১ টেবিল-চামচ, আলুবোখারা ৫-৬টি, লবণ স্বাদমতো, সেদ্ধ ডিম ২টি।
গ. আখনি করা পানির জন্য: পানি দেড় লিটার, হাঁসের হাড় ৪-৫ টুকরা, শাহি জিরা আধা চা-চামচ, লবঙ্গ ৭-৮টি, এলাচ থেঁতো করা ৪-৫টি, গোলমরিচ ৮-১০টি, তেজপাতা ২টি, দারচিনি ২টি।
প্রণালি: হাঁসের মাংস পরিষ্কার করে কেটে ও ধুয়ে দই এবং বাটা সব মসলা মেখে ১ ঘণ্টা রাখুন। সসপ্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু ভেজে মাখানো হাঁসের মাংস দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করতে হবে এবং মাংস অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে। অন্য আরেকটি সসপ্যানে আখনির পানির সব উপকরণ দিয়ে একসঙ্গে জ্বাল দিতে হবে। পানি কমে দেড় লিটার থেকে ১ লিটার হলে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিতে হবে।
চাল ধুয়ে পানি ঝরাতে হবে। হাঁসের মাংস রান্না করা সসপ্যানে দিন। তাতে আখনি করা ১ লিটার পানি দিয়ে তাতে গুঁড়ো দুধ, গরম মসলা ও চাল দিয়ে নাড়তে হবে। যেন সব দিকের চাল সমান তাপ পায়। চাল ফুটে উঠলে কিশমিশ, বাদামকুচি, আলুবোখারা, লবণ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দমে রাখতে হবে। ১০ মিনিট পর ঢাকনা খুলে মাওয়া, রান্না করা হাঁসের মাংস সাজিয়ে নিচ থেকে কিছু পোলাও দিয়ে ঢেকে আরও ১৫ মিনিট মৃদু আঁচে দমে রাখতে হবে। সেদ্ধ ডিম দিয়ে সাজিয়ে পরিবেশন করা যায় হাঁসের আখনি পোলাও।
শাহানা পারভীন
সূত্র: দৈনিক প্রথম আলো
Read More

সয়া-সবজির মিশ্র পোলাও

সয়া-সবজির মিশ্র পোলাও
সয়া-সবজির মিশ্র পোলাও
উপকরণ: সয়াবড়ি ১০০ গ্রাম (বাজারে কিনতে পাওয়া যায়) হাড়সহ গরুর মাংস ১ কেজি, ফুলকপি আধা কাপ, ব্রকলি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, বাসমতী চাল ৩০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা আধা চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, দারুচিনি ২-৩ টুকরা, এলাচি ৩-৪টি, লবঙ্গ ৪-৫টি, গোলমরিচ ১০-১২টি, তেজপাতা ২টি, তেল/ঘি ১ কাপ, কাঁচামরিচ ৬-৭টি, লবণ স্বাদমতো।
প্রণালি: সয়াবড়ি গরম পানিতে ভিজিয়ে রেখে ঘিতে হালকা ভেজে নিতে হবে। মাংস ছোট টুকরা করে কেটে ধুয়ে নিয়ে সব বাটা ও গুঁড়া মসলা মাখিয়ে ৩০ মিনিট রাখতে হবে। হাঁড়িতে তেল/ঘি, পেঁয়াজ কুচি, গরম মসলা, তেজপাতা ভেজে মাংস ঢালতে হবে। মাংস ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিয়ে ভালো করে কষে নিতে হবে। পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করে ভুনা ভুনা করে তাতে সব সবজি দিয়ে মসলা থেকে মাংস-সবজি আলাদা করে তুলে রাখতে হবে। এবার চাল ধুয়ে মসলার হাঁড়িতে ঢেলে নাড়াচাড়া করে ২-৩ কাপ গরম পানি ও লবণ দিয়ে ঢেকে দিতে হবে। ভাত ফুটে উঠলে কিছু ভাত ওপর থেকে তুলে মাংস ও সবজি ছড়িয়ে দিয়ে আবার ভাত দিয়ে ওপরে কাঁচামরিচ ফালি ও সয়াবড়ি দিয়ে ১৫-২০ মিনিট দমে রাখতে হবে। গরম গরম পরিবেশন করা যায়।
শাহানা পারভীন
সূত্র: দৈনিক প্রথম আলো
Read More

মাশরুম ফিশ পাই

মাশরুম ফিশ পাই

মাশরুম ফিশ পাই

 

পাই হয়তো আমাদের দেশে এখনো অতটা জনপ্রিয় হয়ে ওঠেনি কিন্তু পাশ্চাত্যে এটা নিত্যদিনের খাবার। পাইয়ের ২ টি অংশ থাকে। বাইরে থাকে পাই ক্রাস্ট যা সব পাইতেই মোটামুটি একই ভাবে তৈরি করা হয় আর ভিতরে থাকে পাই ফিলিং যা সবাই ইচ্ছামতো তৈরি করতে পারে। তবে কিছু প্রচলিত পাই রয়েছে যেমন বিফ পাই, পাম্পকিন পাই, ইত্যাদি। আজকে এখানে ফিশ পাইয়ের একটা রেসিপি দেওয়া হল। আর এর সাথে যোগ করা হয়েছে মাশরুম।

Ingredients

  • পাই ক্রাস্টের জন্য
  • ১ কাপ গমের আটা (রিফাইন্ড করা ও ফাইবার ছাড়া)
  • ১/২ চা চামচ লবণ
  • ১ টেঃ চামচ চিনি
  • ১/৪ কাপ মাখন
  • ১ টেঃ চামচ মিল্ক ক্রিম
  • বরফ পানিঃ কয়েক টেঃ চামচ
  • ফিলিং এর জন্য
  • মাশরুম, কুচিঃ ৭-৮ টি
  • পেঁয়াজ কুচিঃ ১ কাপ
  • কাঁচামরিচ কুচিঃ ৩ টি
  • টুনা মাছঃ ১ ক্যান বা ১ কাপ টুকরা করা
  • পার্সলিঃ ১ চা চামচ
  • লবণঃ পরিমাণমতো
  • হলুদঃ ১/২ চা চামচ
  • গোলমরিচ গুঁড়াঃ ১ চা চামচ
  • রসুনঃ ২ চা চামচ
  • এলাচ গুঁড়াঃ ১/২ চা চামচ
  • মিল্ক ক্রিমঃ ১/৪ কাপ
  • দুঃ ১ কাপ
  • অলিভ অয়েল, ভাজার জন্যঃ পরিমাণমতো (অলিভ অয়েল না থাকলে অন্য তেলও ব্যবহার করতে পারেন)

Steps

  • ফিলিংতৈরি
  • Step 1
    প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ২ চা চামচ রসুন বাদামি রং করে তাঁতিয়ে তাতে মাশরুম ও ক্যান থেকে বের করা টুনা মাছ ছেড়ে দিতে হবে। (টুনা মাছের পরিবর্তে অন্য কোন তেলবিহীন বড় মাছ ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে লবণ পানিতে মাছ সিদ্ধ করে ছোট ছোট টুকরা করে নিতে হবে।)
  • Step 2
    একটু ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজ দিতে হবে। তারপর স্বাদমতো লবণ, হলুদ, কাঁচামরিচ, গোলমরিচ, এলাচ গুঁড়া ও পার্সলি পাতার গুঁড়া (বাজারে পাওয়া যায়। ফ্রেস পার্সলি পাতা দিলে আরো ভাল হবে) দিতে হবে।
  • Step 3
    ক্রিম দিয়ে নাড়তে হবে। ভালোভাবে মিশে গেলে দুধ দিতে হবে।
  • Step 4
    জ্বাল দিয়ে দুধ কমে আসলে একটু মাখা মাখা থাকতে নামাতে হবে। (বেশি শুকানো যাবে না কেননা পরে এটা ওভেনে আরো বেক্ড হবে।)
  • ক্রাস্ট ও পাই তৈরি
  • Step 1
    ক্রাস্ট তৈরির জন্য প্রথমে একটি বাটিতে আটা নিতে হবে। ফ্রিজে জমানো মাখন কিউব করে ছোট টুকরা করে কাটতে হবে। তারপর আটার সাথে মেশাতে হবে।
  • Step 2
    চিনি, লবণ ও ক্রিম (ক্রিমও ঠাণ্ডা থাকবে) দিয়ে আবার মেশাতে হবে। এবার ১ চামচ করে বরফ পানি আটার সাথে মেশাতে হবে এবং ডো বা মণ্ড তৈরি করতে হবে। সাবধানে মাখাতে হবে যেন হাতের তাপে মাখন গলে না যায়। ডো ঠাণ্ডা থাকতে থাকতেই ফ্রিজে রেখে দিতে হবে রেস্টিং এর জন্য।
  • Step 3
    আধা ঘন্টা পরে ডো বের করে চার ভাগ করে নিতে হবে। অর্থাৎ একেকটি পাইয়ের জন্য ২ ভাগ। এবার একটি পাই ট্রে বা সিরামিক বাটি নিয়ে তাতে মাখন বা তেল লাগিয়ে নিতে হবে যেন পাই লেগে না যায়। এবার পাইয়ের একটি অংশ গোল করে বেলে পাইয়ের বাটির নিতে চেপে চেপে লাগাতে হবে। অপর বাটিতে একই ভাবে পাইয়ের ডো লাগাতে এবে।
  • Step 4
    এবার বাটি দুটি  ২০০ ডিগ্রি সেলসিয়াস বা ৪০০ ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করা ওভেনে দিয়ে ১৫ মিনিট বেক করতে হবে। নিচের ক্রাস্ট টা হয়ে এলে ওভেন থেকে বের করে একটু ঠান্ডা করতে হবে।(নিচের ক্রাস্টটা আগে করার কারন হল যে অনেক সময় উপরের ক্রাস্ট পুরে যায় কিন্তু নিচেরটা কাঁচা থেকে যায়)।
  • Step 5
    পাইয়ের বাটিগুলো পুরোটা পাই ফিলিং দিয়ে ভরতে হবে এমনভাবে যেন উপরে কিছুদূর পর্যন্ত ফিলিং পূর্ণ হয়ে থাকে। অর্থাৎ যেন গম্বুজ আকার ধারণ করে। এবার আরেকটি পাইয়ের অংশ একই ভাবে বেলে ফিলিং এর উপরে ছড়িয়ে দিয়ে ধার দিয়ে পাইয়ের নিচের অংশের সাথে চাপ দিয়ে লাগাতে হবে।
  • Step 6
    এবার পাইয়ের উপরে বাষ্প বের হওয়ার জন্য চাকু দিয়ে একটু কেটে দিতে হবে। চাইলে পছন্দের ডিজাইনও করতে পারেন।
  • Step 7
     একটি ডিম ভেঙ্গে ফেটে নিয়ে পেস্ট্রি ব্রাশ দিয়ে এগওয়াশ দিতে হবে। এবার ওভেনে পূর্বের তাপমাত্রায় ২০ থেকে ২৫ মিনিট বেক করতে হবে। ব্যস তৈরি হয়ে গেল মজাদার ফিশ মাশরুম পাই। একটি চাকু দিয়ে পাই বাটি বা পাই ট্রে থেকে আলাদা করতে পারেন।
  • টিপস
  • Step 1
    ডো বানানের সময় ও বেলার সময় খুব দ্রুত হাত চালাতে হবে কেননা দেরি করলে মাখন গলে গিয়ে ডো নরম ও ব্যবহারের অযোগ্য হয়ে যাবে তখন পুনরায় ফ্রিজে দিতে হবে। একবার বানিয়ে অভিজ্ঞতা হলে আপনি বিভিন্ন উপাদান ও এর পরিমাণ এদিক সেদিক করে আপনার স্বাদ পছন্দ অনুযায়ী পাই তৈরি করতে পারবেন।

    Receipe By-Reza
Read More

ওভেনে বারবিকিউ চিকেন

ওভেনে বারবিকিউ চিকেন

ওভেনে বারবিকিউ চিকেন

 

বারবিকিউ চিকেন শুনলেই জিভে জল আসে। তবে বারবিকিউ চিকেন খেতে চাইলে বাইরে রেস্টুরেন্টে না গেলেও চলবে যদি আপনার হাতের কাছে থাকে বারবিকিউ সস আর কিছু কমন উপাদান। তাহলে চলুন একটি সহজ বারবিকিউ রেসিপি দেখে নেওয়া যাক বা ইলেক্ট্রিক কয়েল ওভেনে সহজেই তৈরি করা যায় যার স্বাদ রেস্টুরেন্টের বারবিকিউয়ের চেয়ে কোন অংশে কম নয়।

Ingredients

  • চিকেন ব্রেস্টঃ ১ পিস
  • রসুনের কোয়াঃ ২ টি
  • গোলমরিচ গুঁড়াঃ স্বাদমতো
  • লবণঃ স্বাদমতো
  • বারবিকিউ সসঃ ২ থেকে ৩ টেবিল চামচ

Steps

  • Step 1
    রসুনের কোয়া মিহি কুচি করুন।
  • Step 2
    রসুন, লবণ, গোলমরিচ গুঁড়া আর বারবিকিউ সস সব একসঙ্গে মেশান।
  • Step 3
    এই মিশ্রণটি চিকেন ব্রেস্টের উপরে ভালোভাবে মাখান।
  • Step 4
    ১ ঘন্টা ম্যারিনেট করে রাখুন।
  • Step 5
    ওভেন ২০০ ডিগ্রী সেলসিয়াসে প্রিহিট করুন তারপর একটি র‍্যাকের উপর ৩৫-৪৫ মিনিট পর্যন্ত বেক করুন।
  • Step 6
    ব্রেস্টের উপরে বারবিকিউয়ের গাঢ় রং হয়ে আসলে নামান। এমনভাবে বেক করতে হবে যেন মাংস পুরোটা সিদ্ধ হয় আবার শুষ্ক না হয়ে যায়।
  • Step 7
    মেয়নেজ বা টমেটো সসের সাথে গরম গরম পরিবেশন করুন।

    Receipe By-Afroza Karim
Read More

চকলেট কেক ব্রাউনি

চকলেট কেক ব্রাউনি

চকলেট কেক ব্রাউনি

ব্রাউনি একটি মজাদার ডেজার্ট। অনেকেরই পছন্দের তালিকায় শীর্ষে থাকে এই ব্রাউনি। কেউ কেউ কেক থেকে ব্রাউনি খেতেই বেশি পছন্দ করেন। ব্রাউনি অনেকটা চকলেট কেক জাতীয় কিন্তু এর ফ্লেভারটা আরো তীব্র আর রয়েছে এর সুনির্দিষ্ট বৈশিষ্ট্য যা একে কেক থেকে আলাদা করে। কিন্তু আজকে কেকের কাছাকাছি স্বাদের একটা ব্রাউনির (চকলেট কেক ব্রাউনি) রেসিপি দেওয়া হল। আশা করি সকলের ভালো লাগবে। বাসায় ট্রাই করতে ভুলবেন না যেন।

Ingredients

  • ময়দাঃ ১/২ কাপ
  • কোকোয়া পাউডারঃ ১/৩ কাপ
  • বেকিং পাউডারঃ ১/৪ চা চামচ
  • ডিমঃ ২ টি
  • সয়াবিন তেল বা গলানো মাখনঃ ১/২ কাপ
  • চিনিঃ ১ কাপ
  • লবণঃ ১/৪ চা চামচ
  • ভ্যানিলা ফ্লেভারঃ ১ চা চামচ

Steps

  • Step 1
    প্রথমেই ওভেন ১৭৫ ডিগ্রী সেলসিয়াস বা ৩৫০ ডিগ্রী ফারেনহাইটে প্রিহিট করুন। প্রিহিট চলতে থাকবে।
  • Step 2
      একটি ৯ ইঞ্চি বেকিং প্যানে একটু মাখন লাগিয়ে নিন যেন বেক করার সময় ব্রাউনি লেগে না যায়।
  • Step 3
    ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার একসঙ্গে মেশান ও একটি চালুনি দিয়ে চেলে নিন।
  • Step 4
    তেল/মাখন এবং চিনি যোগ করুন। তারপর একে একে ডিম দিয়ে মেশান।
  • Step 5
    ভ্যানিলা এসেন্স এবং লবণ দিয়ে আবার মেশান।
  • Step 6
    এতে ধীরে ধীরে ময়দার মিশ্রণ যোগ করুন আর ভালোভাবে নাড়তে থাকুন।
  • Step 7
    ব্যাটার (ব্রাউনি মিশ্রণ) হয়ে গেলে বেকিং প্যানে ঢালুন আর প্রি হিট করা ওভেনে ২২ মিনিট বেক করুন।
  • Step 8
    ওভেন থেকে নামিয়ে চারকোনা পিস করে গরম বা ঠান্ডা পরিবেশন করুন। টিপসঃ ভালো ফল পেতে  তীর ময়দা (আটা নয়) ব্যবহার করুন। এটা বেকিং এর জন্য ভালো।

    Receipe by-Neela


Read More

বেসিক স্পঞ্জ কেক

বেসিক স্পঞ্জ কেক

বেসিক স্পঞ্জ কেক



Ingredients

  • ডিমঃ ৪ টি
  • ময়দাঃ হাফ (১/২) কাপ
  • বেকিং পাউডারঃ ১/২ চা চমচ
  • পাউডার সুগার বা আইসিং সুগারঃ ১ কাপ
  • ভ্যানিলাঃ ১/২ চা চামচ
  • গুঁড়া দুধঃ ২ চা চামচ

Steps

  • Step 1
    প্রথমে ডিমগুলোর সাদা অংশ কুসুম থেকে আলাদা করে নিতে হবে।
  • Step 2
    এরপর ইলেকট্রিক এগ বিটার বা হ্যান্ড বিটার দিয়ে বিট করে সাদা অংশ ফোম করে নিতে হবে। এমন ভাবে ফোম করতে হবে যেন পাত্র উপর করলে তা পড়ে না যায়।
  • Step 3
    এরপর চিনি মিশিয়ে আবার বিট করতে হবে।
  • Step 4
    ভালোভাবে মিশে এলে ডিমের কুসুম ও ভ্যানিলা দিতে হবে। পুনরায় বিট করতে হবে।
  • Step 5
    ময়দা, গুঁড়ো দুধ ও বেকিং পাউডার একসাথে মিশিয়ে চেলে নিতে হবে এবং ডিমের মিশ্রণের সাথে ধীরে ধীরে যোগ করতে হবে।
  • Step 6
    আবার বিট করতে হবে।
  • Step 7
    মিশ্রণটি তেল বা গ্রীজ মাখানো বেকিং ট্রেতে ঢালতে হবে যেন বের করার সময় কেকটি পাত্রে লেগে না যায়।
  • Step 8
    ১৬০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করা ওভেনে ৩০ মিনিট বেক করতে হবে।
  • Step 9
    শেষের দিকে চাকু বা টুথপিক দিয়ে কেকের মাঝের অংশ কাঁচা আছে কিনা দেখে নিতে হবে।
  • Step 10
    কেক হয়ে গেলে ও উপরে বাদামি রং ধারণ করলে ঠাণ্ডা করে কেটে পরিবেশন করতে হবে।
Read More

টমেটোর দোলমা

টমেটোর দোলমা
টমেটোর দোলমা
টমেটো,বড় সাইজ৮টিপেঁয়াজ, কুচি৪টি
মাছ/ কেজিরসুন, কুচি/ চা চা.
হলুদ, বাটা/ চা চা.কাঁচামরিচ৩টি
মরিচ, বাটা১ চা চা.ধনে বা পুদিনা২টে চা.
জিরা, বাটা১ চা চা.লবণ২টে.চা.
ধনে, বাটা২চা চা.সয়াবিন তেল/ কাপ
১। চোখা ছুরি দিয়ে টমেটোর বোঁটার মুখ গোল করে কাট। ভিতরের অংশ বের করে টমেটো ধুয়ে রাখ।
২। মাছ সিদ্ধ করে কাঁটা বাছ। মাছে টমেটো ভিতরের অংশ এবং অন্যান্য উপকরণ মিশিয়ে তেরে ভাল করে ভাজ।
৩। টমেটোতে মাছের কিমা ঠেসে ভর। টমেটোতে তেল মাখিয়ে ফ্রাইপ্যান বা তাওয়ায় রাখ। তাওয়া চুলায় দিয়ে মৃদু আঁচে ঢেকে রাখ, টমেটো একবার উল্টে দিতে পার। ওভেনে মাঝারি তাপে বেক করতে পার। টমেটো সামান্য নরম হলে নামাও। গরম পরিবেশন কর।
—————————
সিদ্দিকা কবীর
Read More

খিচুড়ি

খিচুড়ি

মাংস খিচুড়ি
উপকরণ: গরুর মাংস ১ কেজি, ভাজা মুগডাল ২০০ গ্রাম, পোলাওয়ের চাল আধা কেজি, মসুর ডাল ২০০ গ্রাম, তেল ১ কাপ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, এলাচ ৮টি, জিরাবাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ১০-১২টি, পেঁয়াজ কুচি এক কাপের চার ভাগের তিন ভাগ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, দারচিনি ৮ টুকরা, গরম মশলার গুঁড়া ১ চা চামচ, ঘি ৪ টেবিল চামচ, আদা কুচি ১ টেবিল চামচ, তেজপাতা ৪টি, বেরেস্তা আধা কাপ, লবঙ্গ ৮টি, টকদই আধা কাপ।
প্রণালি: মাংস সিকি কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ তেল, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ও টক দই দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। এবার মাংস অর্ধেক গরম মশলা ও তেজপাতা দিয়ে চুলায় কষাতে হবে। ৩-৪ বার কষিয়ে গরম পানি দিয়ে সেদ্ধ করতে হবে। ঝোল কমে এলে গরম মসলা র্গুঁড়া দিয়ে মাংস ভুনা ভুনা করে নামাতে হবে। বাকি তেল গরম করে আদা কুচি ও পেঁয়াজ কুচি ভেজে তেজপাতা, বাকি গরম মশলা দিয়ে চাল-ডাল ভেজে এর মধ্যে পানি দিয়ে ঢেকে দিতে হবে। ফুটে উঠলে মাঝারি আঁচে রান্না করতে হবে। ডালসেদ্ধ হয়ে পানি কমে গেলে মাংস ঢেলে দিতে হবে। কাঁচা মরিচ দিয়ে খিচুড়ির ওপরে ঘি ও বেরেস্তা দিয়ে দমে দিতে হবে।
ইলিশ খিচুড়ি
উপকরণ: ইলিশ মাছের মাঝারি টুকরা ১০টি। পোস্ত বাটা ১ টেবিল চামচ, সরিষা বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ফালি ৫-৬টি, লবণ পরিমাণমতো, তেল আধা কাপ, তেজপাতা ২টি, দারচিনি ২ টুকরা, গরম পানি ৪ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ।
প্রণালি: চাল, ডাল ধুয়ে পানি ঝরাতে হবে। হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ ঘিয়া রং করে ভেজে আদা বাটা, জিরা বাটা, তেজপাতা, দারচিনি, রসুন কোয়া, চাল, ডাল দিয়ে ৫-৬ মিনিট ভেজে নিন। এবার হলুদ-মরিচ গুঁড়া ও লবণ দিয়ে পানি দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি জ্বালে রান্না করতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
খিচুড়ির পানি কমে এলে কাঁচা মরিচ, লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে কিছুটা খিচুড়ি উঠিয়ে রেখে খিচুড়ির ওপরে সব মসলা দিয়ে মাখানো মাছ বিছিয়ে মাছের ওপরে খিচুড়ি দিয়ে ঢেকে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জ্বাল কমিয়ে ২০-২৩ মিনিট দমে রাখতে হবে।
পাঁচ মিশালি ডালের খিচুড়ি
উপকরণ: চাল দেড় কাপ, মসুর ডাল সিকি কাপ, ভাজা মুগ ডাল সিকি কাপ, ভাজা মাষকলাই ডাল সিকি কাপ, কাঁচা মরিচ ফালি ৫-৬টি বা পরিমাণমতো, গোটা কাঁচা মরিচ ৭/৮টি, আস্ত রসুনের কোয়া ৮-১০টি, আদাবাটা ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, শুকনা মরিচ গুঁড়া আধ চা চামচ, তেজপাতা ৪টি, দারচিনি ৪ টুকরা, লবণ পরিমাণমতো, তেল ৪ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, গরম পানি ১২ কাপ, বেরেস্তা ৩ টেবিল চামচ।
প্রণালী: চাল-ডাল ধুয়ে পানি ঝরাতে হবে। ঘি, বেরেস্তা, আস্ত কাঁচা মরিচ বাদে বড় হাঁড়িতে বাকি সব উপকরণ একসঙ্গে মাখিয়ে গরম পানি দিয়ে রান্না করতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে হাঁড়ির তলায় না লাগে।
খিচুড়ির পানি কমে এলে ঘি, কাঁচা মরিচ, বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে চুলা বন্ধ করে দিতে হবে। পাঁচ মিশালি ডালের গলা খিচুড়ি ঝোল মাংস, পুদিনা মাংস, আচার মাংস, আচার বেগুন দিয়ে পরিবেশন করা যায়।
ভুনা খিচুড়ি
উপকরণ: পোলাও চাল ৪ কাপ, ভাজা মুগ ডাল ২ কাপ, আদা মিহি কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ৮-১০টি, তেজপাতা ২টি, দারচিনি ৪ টুকরা, ছোট এলাচ ৪টি, লবঙ্গ ৪টি, লবণ পরিমাণমতো, চিনি আধা চা চামচ, হলুদ আধা চা চামচ, তেল আধা কাপ, ঘি সিকি কাপ, গরম পানি ৪ কাপ।
প্রণালি: চাল, ডাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি ঝরাতে হবে। তেল, ঘি, একসঙ্গে গরম করে আদা ও পেঁয়াজ কুচি দিয়ে ঘিয়া রং করে ভেজে গরম মশলা, তেজপাতা, চাল-ডাল দিয়ে ৭-৮ মিনিট ভেজে লবণ, হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। ফুটে উঠলে মাঝারি জ্বালে রান্না করতে হবে।
খিচুড়ির পানি কমে গেলে চিনি, কাঁচা মরিচ, কিছু বেরেস্তা দিয়ে ২০-২৫ মিনিট দমে রেখে নামাতে হবে।
ভুনা খিচুড়ি ভুনা মাংস, কাবাব, পটল-বেগুন ভাজি দিয়ে পরিবেশন করা যায়।
সূত্র: প্রথম আলো
Read More

আলুর দোলমা

আলুর দোলমা

আলুর দোলমা

আলুর দোলমা
মাংসের কিমা/ কাপরসুন, বাটা১চা চা
পেঁয়াজ, কুচি/ কাপগোলমরিচ, বাটা/ চা চা
এলাচ৩টিআলু১কেজি
দারচিনি, ২সে.মি২টুকরাগোলমরিচ, গুঁড়া/ চা চা
লবঙ্গ২টিডিম১টি
তেজপাতা১টিবিস্কুটের গুড়া/ কাপ
আদা, বাটা১চা চাতেল, ভাজার জন্য 
১। / কাপ তেলে পেঁয়াজ ভেজে গরম মসলা ও তেজপাতা দিয়ে নেড়ে নামাও।
পেঁয়াজ ও মসলা তেল থেকে ছেঁকে তোল। ঠান্ডা হলে বেটে রাখ।
২। মাংসের কিমায় বাটা মসলা, সামান্য লবণ ও আধা কাপ পানি দিয়ে সিদ্ধ কর। মংস সিদ্ধ হলে অল্প ভাজ। বাটা ভাজা পেঁয়াজ থেকে ১ চা চামচ পরিমাণ রেখে বাকিটুকু মাংসে দিয়ে ভুনা ভুনা করে নামাও।
৩। আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে চটকে নাও। আলুতে গোলমরিচের গুড়া, লবণ ও তুলে রাখা ভাজা পেঁয়াজ মিশাও। আলু ১০ ভাগ কর।
৪। আলুর ভিতরে রান্না কিমা ভরে বলের মত গোল করে আলুর দোলমা তৈরি কর।
৫। ডিম ফেট। ডিমে আলুর দোলমা ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে রাখ। একটা একটা করে আলুর দোলমা ডুবো তেলে ভাজ।
৬। ঠান্ডা হলে আলুর দোলমা ধারালো ছুরি দিয়ে সমান দুভাগ করে কাট।

—————————
সিদ্দিকা কবীর
Read More

চটপটি রেসিপি

চটপটি রেসিপি
চটপটি রেসিপি:-
উপকরণঃ
ডাবলি মটর ৫০০ গ্রাম, খাওয়ার সোডা/তালমাখনা ১ চা চামচ, বড় আলু ২টি, ডিম ২টি, চটপটি মসলা-পরিমাণ মত, ভাজা জিরা গুঁড়া ১ টেবিল চামচ, লবণ- পরিমাণ মত, শসা ২টি, টমেটো ২টি, চিনি ১টেবিল চামচ, বিচি ছাড়া তেঁতুল ২০০ গ্রাম, বিট লবণ ১ চা চামচ, পেঁয়াজ কুঁচি আধা কাপ, কাঁচামরিচ কুঁচি ২ টেবিল চামচ, ধনেপাতা ১ আঁটি, ফুচকা ১৫-২০টি।
প্রণালীঃ
চটপটির তিনটা অংশ থাকে। প্রথমত শুধু ফুসকা, দ্বিতীয় ডাবলির পুর এবং সবশেষে তেঁতুল টক যেটা কিনা ফুসকার পুর বানাতে এবং ফুসকার সাথে খেতে হয়।
ফুচকাঃ প্রথমে দুইকাপ ময়দার সাথে পরিমানমত পানি, লবণ ও তালমাখনা একসাথে নিয়ে মোলায়েমভাবে মাখিয়ে নিন। এরপর ছোট ছোট রুটির মত বেলে নিয়ে কেটে ফেলুন এবং ডোবা তেলে ভাঁজুন। ছোট গোল না হলে বোতলের মুখ দিয়ে শেপ করে গোল করে নিন। এবার ভাজার পালা। ফুচকা ফুলে বাদামী রঙ হলে থেকে উঠিয়ে রাখুন। এভাবেই শুধু ফুসকা তৈরি করা হয়।
ডাবলির পুরঃ ৫-৬ ঘন্টা আগে ভিজিয়ে রাখা মটরের ডাল ও কুঁচি করে কাটা আলুর সাথে ২টেবিল চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মসলা বাটা নিয়ে তেল দিয়ে ভালো করে রান্না করুন। এরপর রান্না করা ডালের সাথে ভাঁজা শুকনা মরিচের গুঁড়া, চটপটির মসলা, পেঁয়াজকুঁচি, তেঁতুল টক দিয়ে ভালো করে মাখিয়ে পুর তৈরি করুন।
তেঁতুল টকঃ একদিন আগে ভিজিয়ে রাখা তেতুলের সাথে কুঁচি করে কাটা ধনে পাতা, কুঁচি করে কাটা কাঁচামরিচ ও বিট লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিলে হয়ে যাবে তেঁতুলের টক।
পরিবেশনঃ এবার সব উপকরণ একসাথে মিশিয়ে ফুসকা ভেঙে দিয়ে ভালো করে মিক্সড করে ডিম সিদ্ধ ঝুরি ঝুরি করে ছিটিয়ে দিলেই হয়ে যাবে মজাদার চটপটি।
Read More