(চাইনিজ ) সিজলিন চিকেন

(চাইনিজ ) সিজলিন চিকেন
(চাইনিজ ) সিজলিন চিকেন
উপকরণ : হাড়ছাড়া চিকেন ফিংগার কাট ১ কাপ, বরবটি ,আলু, গাজর ফিংগার কট ১/২ কাপ করে টমেটো ১টি, ডিম ১ টি, কর্ণফ্লাওয়ার ১ টেবিল চামচ, পেয়াজ মাঝারি সাইজের ৪/৫ টি, আদা রসুন বাটা ১ টেবিল চামচ,লবন স্বাদমতো,টেষ্টিং সল্ট ১ চা চামচ,সয়সস ২ চা চমচ, ঘি ১ চা চমচ, তেল ২টেবিল চামচ,কাচামরিচ ঝাল অনুযায়ি,গুলমরিচ বড় ১ চিমটি , তেল ভাজার জন্য।


প্রণালী: ২টি পেয়াজকে ফিংগার কাটে কেটে সবজি ও পেয়াজ ৭০% ফ্রাই করুন , চিকেনকে ডিম ও কর্ণফ্লাওয়ার বা এরারুট দিয়ে ডিপ ফ্রাই করুন। তারপর প্যান এ তেল দিয়ে বাকি ২টি পেয়াজকে কুচি করে দিন ,পেয়াজ একটু লাল হলে আদা রসুন দিয়ে সবজ্বি টমেটো সহ ,চিকেন ও লবন দিন। একটু নেড়ে পানি অল্প করে দিয়ে ঢেকে দিন যেনো সবজি সেদ্ধ হয়ে যায়। তারপর কাচামরিচ, টেষ্টিং সল্ট, গোলমরিচের গুড়া ও সয়াসস দিয়ে নামিয়ে নিন। পরিবেশনের সময় সিজলিন কড়াইটাকে চুলায় বসিয়ে খুব লাল করে ১টি পেয়াজ কুচি ছেড়ে একটু ভেজে কড়াইটা কাঠের টুকরার উপর রেখে ঘি দিয়েই রান্না করা সিজলিন ঢেলে দিন।রাইস বা নানের সাথে পরিবেশন করুন।
ছবি : ইন্টারনেট
Read More

দই ছাড়া লাচ্ছি রেসিপি

দই ছাড়া লাচ্ছি রেসিপি

দই ছাড়া লাচ্ছি রেসিপি

উপকরণঃ৩ কাপ পানি, প্রতিকাপ পানির জন্য ৩ চা চামচ গুঁড়ো দুধ (এখানে ৯ চা চামচ লাগবে), প্রতিকাপ পানির জন্য ২ চা চামচ লেবুর রস (এখাবে ৬ চা চামচ লাগবে), চিনি আপনি যতোটা মিষ্টি চান, বরফ কুচি ইচ্ছে মতো, আইসক্রিম (ইচ্ছা), বাদাম কুচি (ইচ্ছা)


পদ্ধতিঃ প্রথমে পানি একটু গরম করে নিয়ে এতে গুঁড়ো দুধ ভালো করে গুলিয়ে নিন। এরপর এতে লেবুর রস দিয়ে অল্প নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ৮-১০ মিনিট। ৮-১০ মিনিট পর দুধ জমাট বেঁধে গিয়েছে দেখতে পাবেন। এবার একটি ব্লেন্ডারে এই জমাট বাঁধা দুধ, আপনার প্রয়োজন মতো চিনি, অর্ধেকটা পরিমাণে বরফ কুচি এবং বাদাম কুচি দিয়ে ভালো করে ২-৩ বার ব্লেন্ড করে নিন। একেবারে শেষের দিকে চিনির স্বাদ বুঝে নিয়ে প্রয়োজনে আরও চিনি দিয়ে ব্লেন্ড করে এতে বরফ কুচি দিন। ব্যস, এবার গ্লাসে ঢেলে উপরে ১ স্কুব আইসক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু দই ছাড়া লাচ্ছি।


* চাইলে বাদামের পরিবর্তে আম, কলা বা পছন্দের ফল কুচি করে যোগ করে নিতে পারেন।
সূত্র : ইন্টারনেট
Read More

চাইনিজ ভেজিটেবল

চাইনিজ ভেজিটেবল

চাইনিজ ভেজিটেবল

উপকরণ: ব্রকলি ১.৫ টা লম্বা লম্বা করে (বেশি ছোট হবে না), বরবটি ২৫০ গ্রাম (লম্বা, বাঁকা করে কাটা), গাজর মাঝারি সাইজ (৫-৬ টা, এটাও বাঁকা করে কেটে নিতে হবে), পেপে মাঝারি সাইজ ১ টা (গাজর এর মত বাঁকা করে), বাঁধাকপি ৪ ভাগের এক ভাগ। ক্যাপসিকাম ১ টা লম্বা চিকন করে কাটা। কালো গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ, সয়াসস (ডার্ক টা) ১ টেবিল চামচ, কর্ণ ফ্লাওআর ২ টেবিল চামচ ১/২ কাপ পানিতে গুলে নিতে হবে, চিনি ১ টেবিল চামচ, চিকেন বুকের মাংস লম্বা টুকরা করা। গরম পানি ২ কাপ, কর্ণ ফ্লাওয়ার সিদ্ধ করার জন্য, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে, পেঁয়াজ (৪ ভাগ করে ছাড়িয়ে নিতে হবে)

প্রনালি: ক্যাপসিকাম বাদে সব সবজি আলাদা ভাবে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার সময়ে একটু লবণ ও কর্ণ ফ্লাওয়ার মিক্স করে নিলে সবজির রঙ ঠিক থাকে।সবজি গুলো আধাসেদ্ধর একটু বেশি হবে। খেয়াল রাখতে হবে যাতে গলে না যায়।সবজিগুলো থেকে পানি ছেঁকে নিতে হবে।এবার একটা প্যাণে তেল নিয়ে আদা ও রসুন হালকা সোনালি না হওয়া পর্যন্ত ভাজতে হবে। হয়ে গেলে মুরগি দিয়ে ভাজতে হবে। সাথে একটু লবণ, গোলমরিচ গুঁড়া ও সয়সস দিয়ে আর ৪-৫ মিনিট ভাজা ভাজা করতে হবে.এবার ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে আর ১-২ মিনিট নেড়ে চেড়ে সব সবজি দিয়ে ৪-৫ মিনিট ভালো করে নাড়তে হবে।এবার ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে রাখুন। পানি যখন একটু কমে যাবে বা ৫-৬ মিনিট পর ঢাকনা খুলে কর্ণ ফ্লাওআর গোলানো পানি দিয়ে (এই সময়ই তাড়াতাড়ি নাড়তে হবে) আর ২-৩ মিনিট রান্না করুন। এবার চিনি ও লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন।
টিপস- ১.সবজির রঙ ঠিক রাখার জন্য আলাদা আলাদা সেদ্ধ করলে ভালো।
২. অবশ্যই সেদ্ধ করার সময়ই কর্ণ ফ্লাওয়ার ও লবণ দেবেন। এটা সবজির রঙ ঠিক রাখে।
৩. ইচ্ছা করলে টেস্টিং সল্ট দিতে পারেন।
Read More

চিকেন কাশ্মীরি কোরমা

চিকেন কাশ্মীরি কোরমা

চিকেন কাশ্মীরি কোরমা

উপকরণ: চিকেন ৫০০ গ্রাম,লবণ পরিমাণমতো,আদা বাটা ২ চা চামচ,রসুন বাটা ২ চা চামচ,গোটা গরম মসলা (এলাচ, দারুচিনি) ৪-৫টি,গরম মসলা পাউডার ২ চা চামচ,পেঁয়াজ বেরেস্তা আধা কাপ,টকদই আধা কাপ,বাদাম বাটা ২ চা চামচ,তেজপাতা ৩টি,কাঁচামরিচ ৫-৬টি,ঘি পোয়া কাপ,তেল পোয়া কাপ,কিশমিশ পোয়া কাপ,পেঁয়াজ বাটা ১ চা চামচ,ধনে বাটা ২ চা চামচ,লেবুর রস ১ চা চামচ,দুধ আধা কাপ।



প্রণালী :চিকেনের সঙ্গে লেবুর রস, লবণ, আদা বাটা, রসুন বাটা, টকদই একসঙ্গে মাখিয়ে এক ঘণ্টার মতো রেখে দিন। এরপর একটি পাতিলে ঘি ২ মিনিট গরম করুন। এরপর সমস্ত মসলা দিয়ে কষান।
কষানো হয়ে গেলে চিকেন ও দুধ দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, কাঁচামরিচ দিয়ে ২ মিনিট রেখে নামান।
Read More

বাটার চিকেন

বাটার চিকেন

বাটার চিকেন 

উপকরণ : মুরগির মাংস - ৫০০ গ্রাম ( হাড় ছাড়া ), মাখন - ১০০ গ্রাম ,পেঁয়াজকুচি - ১ টি বড়,টমেটো - ২ টি মাঝারি ( ছোট করে কাটা ),লাল মরিচের গুঁড়া -১ চা চামচ , জিরার গুঁড়া -১ চা চামচ,ধনিয়া গুঁড়া -১ চা চামচ, গরম মসলার গুঁড়া-১ চা চামচ,আদা বাটা -১ চা চামচ,রসুন বাটা -১ চা চামচ, ফ্রেশ ক্রিম -১/২ কাপ , টকদই- ২ টেবিল চামচ , লেবুর রস -১ চা চামচ,
এলমন্ড - ৫ টি,চিনি - ১/২ চা চামচ (ইচ্ছা),তেল - ৬ টেবিল চামচ, লবন - ১ চা চামচ বা স্বাদমত। 



পদ্ধতি:মুগরী ছোট টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাংসে ১/২ চা চামচ লাল মরিচের গুড়া, ১/২ চা চামচ জিরার গুড়া, ১/২ চা চামচ ধনিয়া গুড়া, ১/২ চা চামচ আদা বাটা, ১/২ চা চামচ রসুন বাটা, টকদই, লেবুর রস ও ১/৪ চা চামচ লবন দিয়ে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। প্যান এ মাঝারি আঁচে তেল গরম করে মাংস হালকা করে ভেজে নিন।বাকি তেলে পেয়াজ কুচি, টমেটো কুচি, এলমন্ড, বাকি গুঁড়া মসলা ও বাটা উপকরণ (গরম মসলার গুঁড়া ছাড়া ) দিয়ে কিছু সময় নেড়ে তাতে ১ কাপ পানি দিন এবং ৫ মিনিট রান্না করুন। তারপর ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে মসৃণ একটা মিশ্রণ তৈরী করুন।এবার প্যান এ মাঝারি আঁচে মাখন গলিয়ে তাতে তৈরী মিশ্রণটি দিয়ে অল্প পানি ও লবন দিন। তারপর মিশ্রন আর মধ্যে ক্রিম দিয়ে ভালোভাবে মিশিয়ে ৩ মিনিট রান্না করুন।এখন মিশ্রনের মধ্যে মাংস দিয়ে আরো ৫ মিনিট রান্না করুন। তারপর চিনি ও গরম মসলার গুড়া দিয়ে আরো ৫ মিনিট বা ঝোল ঘন হওয়া পর্যন্ত রান্না করুন।রান্না হয়ে গেলে গরম গরম চাপাতি,ভাত বা নানের সাথে পরিবেশন করুন বাটার চিকেন। 
Read More

চিকেন সাশলিক

চিকেন সাশলিক
চিকেন সাশলিক
উপকরণ: একটি মুরগির বুকের মাংস( হাড্ডি থেকে আলাদা করা), আদা বাটা ১ চা চামচ, মরিচ গুড়া আধা চা চামচ, গোল মরিচ গুড়া এক চিমটি, সয়া সস ২ চা চামচ, বারবিকিউ সস আধা কাপ, চিনি ১ চা চামচ, লবন পরিমান মত এবং ভাজার জন্য সয়াবিন তেল।
ফুলকটি অথবা ব্রকলি টুকরা ১ কাপ(আপনার পছন্দের যেকোনো সবজিও দিতে পারেন ), ক্যাপসিকাম কিউব করে কাটা ১ কাপ, পেয়াজ কিউব করা এক কাপ, মাশরুম আধা কাপ ,টমেটো এক কাপ। আর লাগবে কয়েকটি সাশলিক কাঠি। সাশলিক কাঠি যেকোন ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যায়।
প্রণালী: মুরগির বুকের মাংসকে চারকোনা আকারে ছোট ছোট টুকরা করতে হবে। মাংসের টুকরাগুলো ধুয়ে পানি ঝড়িয়ে মসলা ও সস দিয়ে আধা ঘন্টা ধরে মেরিনেড করতে হবে। এরপর শাশলিক কাঠিতে একে একে সবজি, পেয়াজ,মাশরুম, টমেটো, ক্যাপসিকাম ও মাংস পরিমানমত গেঁথে ননস্টিক ফ্রাইপ্যানে ভাজতে হবে। ভাজার সময় একটু পরপর বারবিকিউ সস দিতে হবে। বাদামী রং ধারণ করলে নামিয়ে ফেলুন। খেয়াল রাখতে হবে সবজি গুলো যেন খুব বেশি ভাজা না হয়ে যায়।

Read More

জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার

জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার
জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার

উপকরণ :জলপাই ৫০০ গ্রাম, চিনি পরিমাণমতো, লাল গুঁড়া মরিচ ২ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল পরিমাণমতো, পাঁচফোড়ন ১ চা চামচ, লাল মরিচ টেলে গুঁড়া করা ১ টেবিল চামচ এবং পানি পরিমাণমতো, সিরকা (সাদা) আধা কাপ।

প্রণালি : প্রথমে জলপাই কেঁচে বা কেটে নিয়ে লবণ ও পানিসহ সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখতে হবে। তারপর একটি কড়াইতে তেল গরম করে তাতে পাঁচফোড়ন দিয়ে একে একে সিরকা, লবণ ও গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জলপাই দিন। আরও কিছুক্ষণ নেড়ে চিনি ও পরিমাণমতো পানি দিয়ে আবার চুলায় ২০ মিনিট রেখে রান্না করুন। ঠাণ্ডা হলে বয়ামে ভরে ফ্রিজে রাখতে হবে। এ আচার ফ্রিজেই রেখে সংরক্ষণ করুন।
(সংগ্রহীত )



Read More

ভুনা খিচুড়ি

ভুনা খিচুড়ি

ভুনা খিচুড়ি

উপকরণ:মুগডাল ভাজা ১ কাপ,পোলাওয়ের চাল ২ কাপ,ঘি বা তেল আধা কাপ,আদা বাটা ২ চা-চামচ,পেঁয়াজ মিহি কুচি সিকি কাপ,তেজপাতা ১টি,লবঙ্গ ১টি,দারুচিনি ৩ টুকরা,ফোটানো গরম পানি ৫ কাপ,লবণ ১ চা-চামচ অথবা স্বাদ অনুযায়ী,হলুদ গুঁড়ো ১/৪ চা-চামচ,লাল মরিচের গুঁড়ো স্বাদমতো,কাঁচা মরিচ ৪টি,লাল পাকা মরিচ ২টি।ডুমো করে কাটা আলু/গাজর- ১/৪ কাপ (ঐচ্ছিক),কিসমিস- ৫০ গ্রাম (ঐচ্ছিক) 





প্রণালী:চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। পানি ঝরে গেলে খিচুড়িও ঝরঝরে হবে।হাঁড়িতে তেল বা ঘি গরম করে তেজপাতা ও গরম মসলার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ সোনালি রং হয়ে এলে সেখান থেকে অর্ধেক তুলে রেখে আলাদা রাখুন।এবার হাঁড়িতে বাকি পেঁয়াজের সঙ্গে আদা বাটা, হলুদ-মরিচের গুঁড়ো, চাল ও ডাল একত্রে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজুন।তারপর ফোটানো গরম পানি ও লবণ দিয়ে হালকা হাতে নাড়ুন।ফুটে উঠলে কাঁচা মরিচ ও লাল পাকা মরিচ দিয়ে ঢেকে দিন। মৃদু আঁচে ২০-২২ মিনিট ফুটিয়ে ঢাকনা খুলে আলতোভাবে একবার নেড়ে আবার ঢেকে পাঁচ মিনিট দমে রাখুন।এবার ঢাকনা খুলে ওপর থেকে ২ টেবিল-চামচ ঘি ছিটিয়ে দিয়ে সার্ভিং ডিশে বেড়ে কিছু বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম রঙিন ভুনা খিচুড়ি।
Read More

মশলা টোস্ট

মশলা টোস্ট


মশলা টোস্ট

উপকরণ:১.৫ কাপ ধনেপাতা কুচি,১/৪ কাপ নারকেল কুচি,১ টেবিল চামচ পালং শাক কুচি,১ টেবিল চামচ রসুন কুচি,২ টেবিল চামচ কাঁচা মরিচ কুচি,লবণ,কয়েক ফোঁটা লেবুর রস,১/৪ কাপ পানি

মশলা আলুর জন্য: তেল,১/২ চা চামচ সরিষা,৬-৮টি কারি পাতা,১ কাপ আলু সিদ্ধ,১/৪ কাপ মটরশুঁটি সিদ্ধ,১/৪ চা চামচ হলুদ গুঁড়ো,১ চা চামচ কাঁচা মরিচের পেস্ট,১ টেবিল চামচ ধনেপাতা কুচি,লবণ,৮টি পাউরুটির টুকরো,মাখন,৮ চা চামচ কাঁচা মরিচের চাটনি,পেঁয়াজ গোল করে কাটা,টমেটো,ক্যাপসিকাম



প্রণালী: মশলা আলু তৈরির জন্য প্রথমে প্যানে তেল গরম করতে দিন। এর সাথে কিছু পরিমাণ সরিষা দিয়ে দিন। সরিষা ফুটে আসলে এতে কারি পাতা দিয়ে দিন। মাঝারি আঁচে কিছুক্ষণ নাড়ুন। এতে আলু সিদ্ধ, মটরশুঁটি সিদ্ধ, হলুদ গুঁড়ো, কাঁচা মরিচের পেস্ট, ধনিয়া গুঁড়ো এবং লবণ দিয়ে কয়েক মিনিট রান্না করুন।আলুর মিশ্রণটি চুলা থেকে নামিয়ে চার ভাগে ভাগ করে নিন। চাটনি তৈরির জন্য পালংশাক কুচি, ধনেপাতা কুচি, নারকেল কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ কুচি, লবণ, লেবুর রস এবং পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে চাটনি তৈরি করে নিন। এবার পাউরুটির টুকরোয় প্রথমে মাখন তার উপর চাটনি, আলুর পেস্ট, পেঁয়াজের রিঙ, টমেটোর রিঙ, ক্যাপসিকাম লম্বা করে কাটা দিয়ে দিন। তার উপর কিছুটা স্যান্ডউইচ মশলা ছিটিয়ে দিন। আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে দিন। পাউরুটির উপর কিছুটা মাখন লাগিয়ে স্যান্ডউইচ টোস্টারে ঢুকিয়ে কিছুক্ষণ রান্না করুন। বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন। টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করুন মজাদার মশলা টোস্ট।
Read More

বেসনের লাড্ডু

বেসনের লাড্ডু
বেসনের লাড্ডু
উপকরণ: ৫০০ গ্রাম ছোলার বেসন, ৫০০ গ্রাম চিনি, ৪০০ গ্রাম ঘি, আধা টেবিল চামচ দুধ,১৫০ মিলি পানি,আধা চা চামচ এলাচ গুঁড়ো,কাজুবাদাম ৫০ গ্রাম
প্রণালী: সসপ্যানে পানি গরম করে এতে চিনি গলিয়ে নিন। ফুটে এলে এতে দুধ দিয়ে দিন। ওপরে ময়লা ভেসে উঠলে চামচ দিয়ে তুলে ফেলে দিন। নাড়তে থাকুন ক্রমাগত। মিশ্রণ আঠালো হয়ে প্যানের ধারে লেগে জাওয়া শুরু করবে। পানি প্রায় পুরোপুরি উবে গেলে এতে এক চা চামচ ঘি দিয়ে দিন। আঁচ থেকে নামিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না মিশ্রণ ঠাণ্ডা হয়ে আসে। কাজুবাদাম ভেঙ্গে ছোট ছোট টুকরো করুন। একেকটি কাজুবাদাম ৬-৭ অংশ করে ভাঙ্গুন। বাকি ঘি একটি তলাভারি প্যানে গরম করে নিন। এতে খুব কম আঁচে সাতলে নিন বেসনটুকু। বেসন বাদামি হয়ে এসে মিষ্টি সুবাস ছড়ালে এতে এক টেবিল চামচ পানি ছড়িয়ে দিন এবং নাড়তে থাকুন। পুরো বেসন ভাজা হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। এই গরম বেসনের মাঝে দিয়ে দিন এলাচ গুঁড়ো, চিনির মিশ্রণ এবং ভাঙ্গা কাজুবাদাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিন। হাতে ঘি মাখিয়ে নিন এবং এই মিশ্রণ থেকে লাড্ডু তৈরি করে নিন। 


এই লাড্ডু আপনি এয়ারটাইট কন্টেইনারে ভরে রাখতে পারেন এক মাস পর্যন্ত।
টিপস:
- লাড্ডু তৈরির জন্য একেবারে মিহি বেসন নয়, বরং একটু খসখসে ধরণের বেসন ব্যবহার করলে স্বাদ ভালো হবে।
(রেসিপিটি ইন্টারনেট থেকে সংগ্রহীত )
Read More

ধোকলা স্যান্ডউইচ
উপকরণ:৮টি পাউরুটির টুকরো,১ কাপ বেসন,১/২ কাপ সুজি,লবণ,তেল,১ চা চামচ চিনি,১ চা চামচ ইনো (ফ্রুট সল্ট)
পুরের জন্য:১/৪ কাপ পেঁয়াজ কুচি,১/৪ কাপ গাজর কুচি,১/৪ কাপ শিম কুচি,১/৪ কাপ লাল ক্যাপসিকাম কুচি।তেল,১/২ চা চামচ সরিষা,এক চিমটি হিং,১/৪ চা চামচ গরম মশলা,১/৪ চা চামচ মরিচ গুড়ো,লেবুর রস,১/৪ চা চামচ গোল মরিচের গুড়ো,২ চা চামচ টমেটো কেচাপ
প্রণালী: একটি পাত্রে বেসন, সুজি, টকদই, লবণ, চিনি, তেল এবং সামান্য পানি দিয়ে ভাল করে মেশান। কিছুটা ঘন হওয়ার জন্য প্রয়োজনমত পানি মেশান।
এই মিশ্রণটি ঢাকনা দিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন।
একটি নন-স্টিক প্যানে তেল দিন। এতে সরিষা দিয়ে নাড়ুন। এরপর এতে হিং, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, শিম কুচি ইত্যাদি সবজি দিয়ে দিন। মাঝারি আঁচে রান্না করুন।
খুব বেশি রান্না করবেন না। সবজি কিছুটা নরম হয়ে আসলে এতে মরিচ গুড়ো, টমেটো কেচাপ, লেবুর রস, গরম মশলা, এবং গোল মরিচের গুড়ো দিয়ে দিন।
এবার পাউরুটিগুলোকে গোল করে কেটে নিন।
ইডলি বা পিঠা বানানোর ছাঁচে কিছুটা তেল ব্রাশ করে পাউরুটি দিয়ে দিন।
চুলায় ১.৫ গ্লাস পানি জ্বাল হতে দিন। পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করুন। পিঠা তৈরি ছাঁচে পাউরুটি তার উপর সবজির মিশ্রণ এবং সবশেষে বেসনের মিশ্রণটি দিয়ে দিন। এবার ফুটন্ত পানিতে ছাঁচটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ৩-৪ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।৩-৪ মিনিট পর সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন মজাদার পাউরুটি ধোকলা।
টিপস:


১। বেসনের মিশ্রণটি খুব ভাল করে ফেটে নিবেন যাতে কোন প্রকার দানা দানা ভাব না থাকে।
২। বেসনের মিশ্রণে ইনো ফ্রুট সল্ট মিশিয়ে তারপর পাউরুটির উপর দিবেন।
(রেসিপিটি ইন্টারনেট থেকে সংগ্রহীত )
Read More

হায়দ্রাবাদি টক ডাল

হায়দ্রাবাদি টক ডাল

হায়দ্রাবাদি টক ডাল
উপকরণ: ১ কাপ অড়হরের ডাল,১টি বড় টমেটো, মিহি কুচি করা,আধা চা চামচ হলুদ গুঁড়ো,আধা চা চামচ মরিচ গুঁড়ো,১ চা চামচ রসুন কুচি, আধা চা চামচ আদা কুচি,পৌণে এক চা চামচ কাঁচামরিচ কুচি, এক কাপ তেঁতুল গোলা পানি
বাগাড় দেবার জন্য: ১ চা চামচ তেল,১ চা চামচ সরিষা,১ চা চামচ জিরা,২/৩টি শুকনো মরিচ, কয়েকটি কারি পাতা,৩/৪ কোয়া রসুন কুচি করা, গার্নিশের জন্য ধনেপাতা কুচি
প্রণালী: প্রথমে ডাল ভালো করে ধুয়ে নিন। একটি প্রেশার কুকারে ডাল, আদা, রসুন, হলুদ, মরিচ গুঁড়ো, কাঁচামরিচ, টমেটো এবং দুই কাপ পানি দিন। ঢাকনা আটকে দিয়ে বেশি আঁচে দুইটি সিটি দেওয়া পর্যন্ত রান্না হতে দিন। এরপর আঁচ কমিয়ে আরও ৩ মিনিট রান্না হতে দিন। এরপর আঁচ বন্ধ করে দিন। প্রেশার নিজে থেকে কমে এলে এরপর ঢাকনা খুলুন।
ডাল রান্না হয়ে এলে ডাল রান্নার কাঠি দিয়ে নেড়ে একে আরও মিহি করে নিন। এতে তেঁতুলের পানি দিয়ে আবারও আঁচে দিন। ফুটে এলে আঁচ একেবারে কমিয়ে রাখুন। এই অবস্থায় বাগাড় প্রস্তুত করুন।
বাগাড়ের জন্য একটি কড়াইতে তেল গরম করে নিন। এতে সরিষা ও জিরা দিন। এগুলো ফুটে এলে আদা দিয়ে ভাজুন। আদা বাদামি হয়ে এলে কারি পাতা ও শুকনো মরিচ দিন। কয়েক সেকেন্ড সাঁতলে নিন। 


ডালের ওপর বাগাড় ঢেলে দিন এবং ৪-৫ মিনিট রাখুন। এরপর আঁচ বন্ধ করে দিন।
তৈরি হয়ে গেলো দারুন টক-ঝাল স্বাদের হায়দ্রাবাদি ডাল। পরিবেশনের আগে ওপরে ধনেপাতা কুচি দিয়ে দিন। পরিবেশন করতে পারেন গরম ভাতের সাথে।
টিপস:
- অড়হর ডালের বদলে মসুর ডাল ব্যবহার করতে পারেন
- তেঁতুলের বদলে ব্যবহার করতে পারেন লেবুর রস
(রেসিপিটি ইন্টারনেট থেকে সংগ্রহীত )
Read More

বুটের ডালের - পায়েস পুডিং

বুটের ডালের - পায়েস পুডিং

বুটের ডালের - পায়েস পুডিং

উপকরণ: আধা কাপ বুটের ডাল, ৩/৪ টেবিল চামচ কাঁচা মুগ ডাল, ১২৫ গ্রাম মাখন, ১ কাপ ব্রাউন সুগার, আধা কাপ কনডেন্সড মিল্ক, আধা কাপ কোকোনাট ক্রিম, দেড় কাপ ময়দা, আধা চা চামচ এলাচ গুঁড়ো, আধা চা চামচ দারুচিনি গুঁড়ো, ১ চা চামচ বেকিং পাউডার, ৫/৬টি কাজুবাদাম, কুচি করা, ১ টেবিল চামচ কিসমিস, ১ টেবিল চামচ নারিকেল কুচি, টেলে নেওয়া, ঘি প্রয়োজনমতো
সস তৈরির জন্য: ১ কাপ গুড়ের কুচি, আধা কাপ ফ্রেশ ক্রিম, ১ টেবিল চামচ মাখন

পরিবেশনের জন্য: স্ট্রবেরি সস, রঙিন ফুল, আইস ক্রিম, পুদিনা

প্রণালী: প্রেশার কুকারে অল্প করে ঘি গরম করে নিন। এতে ডাল দিয়ে সাঁতলে নিন যাতে লালচে সোনালি হয়ে আসে। এরপর অল্প করে পানি দিয়ে সেদ্ধ করুন। ২ বার সিটি দেবার পর নামিয়ে ফেলুন।
১৮০ ডিগ্রিতে প্রিহিট হতে দিন অভেন। সেদ্ধ ডালের মিশ্রণ গ্রাইন্ড করে নিন। বেশি মিহি করবেন না।
মাখন ছোট ছোট টুকরো করে নিন। এরপর ক্রিম ও ব্রাউন সুগারের সাথে মিশিয়ে ইলেক্ট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিন। এতে কনডেন্সড মিল্ক দিয়ে বিট করুন। মিশে গেলে এতে ডালের মিশ্রণ দিয়ে আবার বিট করুন। সবশেষে কোকোনাট ক্রিম দিয়ে বিট করুন।
চালুনি দিয়ে এর ওপরে চেলে দিন দেড় কাপ ময়দা, দারুচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো এবং বেকিং পাউডার। ওপরে দিয়ে দিন কাজুবাদাম, কিসমিস এবং নারিকেল কুচি। এরপর ফোল্ড করে মিশিয়ে নিন।


ছোট ছোট অ্যালুমিনিয়ামের ছাঁচে ঘি মাখিয়ে নিন এবং ওপরে অল্প করে ময়দা ছড়িয়ে দিন। এর ভেতরে ডাল-ময়দার মিশ্রণ দিয়ে দিন। পুরোটা ভরে দেবেন না, ৩/৪ অংশ পর্যন্ত দিন। এরপর টোকা দিয়ে সমান করে নিন। ছাঁচগুলোকে বেকিং ট্রেতে রাখুন।
প্রিহিট করা ওভেনে দিন বেকিং ট্রে। ২৫-৩০ মিনিট বেক হতে দিন। বের করে ঠাণ্ডা করে নিন
এই ফাঁকে সস তৈরি করে নিন। একটি নন স্টিক প্যানে গুড় দিয়ে দিন। অল্প করে পানি দিয়ে গরম হতে দিন যতক্ষণ না গুড় গলে যাচ্ছে। এরপর এতে প্রথমে ক্রিম এবং পরে মাখন দিয়ে হুইস্ক করে সস তৈরি করে ফেলুন।

পরিবেশনের জন্য ছাঁচ থেকে বের করে নিন পুডিং। প্লেটের ওপর রেখে ওপরে কিছুটা সস দিয়ে দিন। সার্ভিং প্লেটের একপাশে সস ও ফুল দিয়ে সাজিয়ে নিন। ওপরে অল্প করে আইসক্রিম দিরে পারেন। আইসক্রিম দেবার পর দ্রুত পরিবেশন করুন।
(রেসিপিটি ইন্টারনেট থেকে সংগ্রহীত )
Read More

ক্ষীরের পাটিসাপটা

ক্ষীরের পাটিসাপটা
ক্ষীরের পাটিসাপটা
উপকরণ:
ক্ষিরের জন্য: দুধ ৩ লিটার, চিনি ১ কাপ,চালের গুড়া ১ টেবিল চামচ অথবা (বেশি স্বাদের জন্য যেকোনো ভালো বিস্কিট গুরু করে দিন ৪ টেবিল চামচ।
গোলার জন্য: চালের গুঁড়ি ৭ কাপ। আটা বা ময়দা আধা কাপ। চিনি বা গুড় ৮০০ গ্রাম।
ক্ষীর তৈরি:পাত্রে দুধ ফুটান। মাঝে মাঝে নাড়তে হবে যেন লেগে না যায়। দুধ কমে অর্ধেক হলে আধা কাপ থেকে একটু বেশি দুধ আলাদা করে রাখুন। এবার চিনি দিয়ে দুধ ভালো করে নাড়তে থাকবেন।মোটামুটি ঘন হয়ে আসলে আলাদা করে রাখা দুধের মধ্যে বিস্কিট এর গুঁড়ি অথবা চালের গুড়া দিয়ে মিশিয়ে ঘন দুধের মধ্যে দিয়ে নাড়তে থাকুন। কয়েকবার ফুটে উঠলে নামিয়ে ফেলুন। পাত্রটি ঢেকে রাখুন।
গোলা তৈরি:২ কাপ পানিতে গুড় গুলিয়ে নিন। চালের গুঁড়ি, আটা আর গুঁড় দিয়ে গোলা তৈরি করুন। খেয়াল রাখবেন গোলা যেন খুব ঘন আবার খুব পাতলা না হয়।
পিঠা তৈরি:লোহার কড়াই কিংবা ফ্রাইপেন যেটাতে বানাতে চান তাতে ভালো করে সামান্য তেল মাখিয়ে নিন।গ্রাম এ কলাপাতার ডাটা দিয়ে তেল দেয়া হয় আপনি টিসু দিয়ে তেল লাগাতে পারেন। আধাকাপ গোলা নিয়ে প্যানে গোল করে ঘুরিয়ে ছড়িয়ে দিন। পিঠার উপরের দিক শুকনা হয়ে আসলে কড়াই থেকে আলাদা হয়ে আসছে কিনা খেয়াল করুন।এই পর্যায়ে ১ টেবিল-চামচ ক্ষির একপাশে লম্বা করে দিয়ে দিন। ক্ষীর ভেতরে রেখে পিঠা আস্তে আস্তে করে মুড়িয়ে ফেলুন। চামচ দিয়ে হালকা চাপ দিয়ে পিঠা চ্যাপ্টা করে দিন।
নামিয়ে পরিবেশন করুন মজদার ক্ষীরের পাটিসাপটা।

Read More

মোরগ পোলাও

মোরগ পোলাও
মোরগ পোলাও
উপকরণ: চাল, একটি মুরগি (চার টুকরা করে কেটে নিতে হবে), পেস্তা বাদাম গুঁড়া, আলুবোখারা, তেল, ঘি, পেঁয়াজ, আদা, রসুন, ছোট এলাচ, দারচিনি, জয়ত্রি, জায়ফল, লবঙ্গ, শাহি জিরা, টক দই, দুধ, কাঁচামরিচ, সাদা গোলমরিচ, লবণ পরিমাণমতো। শুকনা মরিচ, কাঁচামরিচ, আদা, রসুন, ভাজা পেঁয়াজ।
প্রণালি: ভালোভাবে পরিষ্কার করে টুকরো করা মুরগি ৩০ মিনিট লবণপানিতে ভিজিয়ে রাখতে হবে। লবণপানি থেকে তুলে ভালোভাবে ছেঁকে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন বাটা, গরম মসলা গুঁড়া, দুধ দিয়ে মুরগির মাংস মেখে কিছু সময় রাখতে হবে। পাত্রে মালাই, জায়ফলসহ বিভিন্ন মসলা দিয়ে আগুনের ওপর কিছু সময় রাখতে হবে। এতে মুরগির মাংস সেদ্ধ করে নিতে হবে। চাল আলাদাভাবে আধা সেদ্ধ করে দিতে হবে। মুরগি সেদ্ধ হয়ে গেলে মাংস রেখে দিতে হবে। আধা সেদ্ধ চাল মুরগি সেদ্ধ করা পানি ও তেলে রান্না করতে হবে। হয়ে এলে এর মধ্যে মুরগির মাংস ছেড়ে দিন। হয়ে গেল মোরগ পোলাও।
শওকত তেহারি ও ক্যাটারিং সার্ভিস
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ১৬, ২০১০
Read More

হাঁসের আখনি পোলাও

হাঁসের আখনি পোলাও

হাঁসের আখনি পোলাও
উপকরণ:
ক. মাংস রান্না: হাড়সহ হাঁসের মাংস দেড় কেজি, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, টক দই ৩ টেবিল-চামচ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, আস্ত কাঁচা মরিচ ৬-৭টি, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, পানি (গরম) ১ কাপ।
খ. পোলাওয়ের জন্য: চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, ঘি ১ কাপ, মাওয়া (গুঁড়া করা) ১ কাপ, গুঁড়ো দুধ ১ কাপ, কিশমিশ ১ টেবিল-চামচ, বাদামকুচি ১ টেবিল-চামচ, আলুবোখারা ৫-৬টি, লবণ স্বাদমতো, সেদ্ধ ডিম ২টি।
গ. আখনি করা পানির জন্য: পানি দেড় লিটার, হাঁসের হাড় ৪-৫ টুকরা, শাহি জিরা আধা চা-চামচ, লবঙ্গ ৭-৮টি, এলাচ থেঁতো করা ৪-৫টি, গোলমরিচ ৮-১০টি, তেজপাতা ২টি, দারচিনি ২টি।
প্রণালি: হাঁসের মাংস পরিষ্কার করে কেটে ও ধুয়ে দই এবং বাটা সব মসলা মেখে ১ ঘণ্টা রাখুন। সসপ্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু ভেজে মাখানো হাঁসের মাংস দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করতে হবে এবং মাংস অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে। অন্য আরেকটি সসপ্যানে আখনির পানির সব উপকরণ দিয়ে একসঙ্গে জ্বাল দিতে হবে। পানি কমে দেড় লিটার থেকে ১ লিটার হলে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিতে হবে।
চাল ধুয়ে পানি ঝরাতে হবে। হাঁসের মাংস রান্না করা সসপ্যানে দিন। তাতে আখনি করা ১ লিটার পানি দিয়ে তাতে গুঁড়ো দুধ, গরম মসলা ও চাল দিয়ে নাড়তে হবে। যেন সব দিকের চাল সমান তাপ পায়। চাল ফুটে উঠলে কিশমিশ, বাদামকুচি, আলুবোখারা, লবণ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দমে রাখতে হবে। ১০ মিনিট পর ঢাকনা খুলে মাওয়া, রান্না করা হাঁসের মাংস সাজিয়ে নিচ থেকে কিছু পোলাও দিয়ে ঢেকে আরও ১৫ মিনিট মৃদু আঁচে দমে রাখতে হবে। সেদ্ধ ডিম দিয়ে সাজিয়ে পরিবেশন করা যায় হাঁসের আখনি পোলাও।
শাহানা পারভীন
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ২৯, ২০১০

Read More

ভুনা খিচুড়ি

ভুনা খিচুড়ি
ভুনা খিচুড়ি
উপকরণ: পোলাওয়ের চাল ২ কাপ। কাঁচামরিচ ৪,৫টি। মুগডাল ভাজা  আধা কাপ। সয়াবিন তেল ২ টেবিল-চামচ। সরিষার তেল আধা কাপ। জিরা অথবা পাচঁফোঁড়ন ১ চা-চামচ করে। এলাচ ও দারুচিনি ৪,৫ টুকরা। আদাকুচি ১ চা-চামচ। লবণ স্বাদ মতো।
পদ্ধতি: চাল ও ডাল আলাদা ভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। কড়াইতে সয়াবিন তেল দিয়ে জিরা  অথবা পাচঁফোড়ন, দারুচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে ফোঁড়ন দিতে হবে। এরপর চাল দিয়ে ভাজতে থাকুন।
একটু পর ডাল দিয়ে ভাজতে হবে। চাল ও ডাল ভাজা ভাজা হয়ে আসলে সরিষার তেল দিয়ে আবার নেড়ে দিয়ে গরম পানি দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে আসলে নামিয়ে আদাকুঁচি দিয়ে দমে রেখে দিতে হবে। এবার পরিবেশনের সময় কাঁচামরিচ ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন ।
রেসিপি দিয়েছেন সেরা রাঁধুনি প্রতিযোগি অসীত কর্মকার সুজন।
সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।
সৌজন্যে : বিডিনিউজ, 2016-10-06
Read More

প্লেইন গজা

প্লেইন গজা
প্লেইন গজা
ময়দা - ১ কাপ
সুজি - ১/৪ কাপ( ইচ্ছা ) ( সুজি বেটে বা ব্লেন্ডারে মিহি করে নিতে হবে।)
তেল -২ টে চা ( গরম করা)
পানি - পরিমান মত। প্রায় ১/৪ কাপ (সুজি না দিলে পানির পরিমান কম হবে।
লবন - ১ চিমটা।
পুর
বাটার/ ঘি - ৩ টে চামচ
চালের গুঁড়া - ৩ টে চামচ
সিরা
চিনি - ৩/৪ কাপ চিনি
পানি- ১/২ কাপ
বা পাউডার সুগার -সামান্য।
***
প্রস্তুত প্রনালী:

1) ময়দ, সুজি, ও লবন একসাথে মিশায়ে তাতে গরম তেল দিয়ে ময়ান দিয়ে ঝুরঝুরে করে নিতে হবে।
২) এবার পরিমান মত পানি দিয়ে রুটির মত খামির করে ভিজা কাপড় বা প্লাস্টিক রেপে দিয়ে মোড়ায়ে দেড় থেকে দুই ঘন্টা রেখে দিতে হবে।
সিরা:
চিনি ও পানি একসাথে জাল দিয়ে এক তারের সিরা বানাতে হবে।(৫-৬ মিনিট লাগবে)
৩) খামির দিয়ে ৩ টা বা ৬ টা রুটি পাতলা রুটি বানাতে হবে।
৪) এবার একটি রুটি নিয়ে তার উপর বাটার লাগায়ে নিতে হবে। এবার বাটারের উপর ময়দা ছিটায়ে দিতে হবে। তার উপর আর একটা রুটি দিয়ে আবার বাটার ও চালের গুঁড়ি দেই।এইভাবে তিনটা রুটি পরপর করতে হবে।এবার কিনারা ধরে রোল করে নিতে হবে। এবার রোলটাকে সামান্য আড়াআড়ী ভাবে টুকরা টুকরা করে নিতে হবে।
৫) টুকরা গুলোকে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে।বা বেলুন দিয়ে সামান্য বেলে নিতে হবে।
৬) মধ্যম গরম তেলে সুন্দর বাদামী রংগের করে ভেজে নিতে হবে।
৭) এবার সিরায় দিয়ে বা লাগায়ে বা পাউডার সুগার লাগায়ে পরিবেশন করুন দারুন মজার গজা।


Read More

কসলো

কসলো
কসলো

 উপকরনঃ
গাজর কুচি ২ কাপ
বাঁধাকপি কুচি ৩ কাপ
মেওনিজ ৪-৫ টেবিল চামচ
গুড়ো দুধ ১-২ টেবিল চামচ
বাটার মিল্ক ১টেবিল চামচ (এটাতে creamy হয়)
ভিনেগার ১ চা চামচ
কন্ডেন্সমিল্ক বা চিনি ২ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী)
লেবুর রস ১ টেবিল চামচ
কালো গোলমরিচ গুড়ো ১/৪ চা চামচ
সরিষা ১/২ চা চামচ
পেঁয়াজ মিহি কুচি আধা চা চামচ এর ও কম

প্রণালীঃ
বাঁধাকপি, গাজর, পেঁয়াজ কুচি ছাড়া
সব উপকরণ একসাথে ভালোভাবে
মিশাতে বা বিট করতে হবে।
এরপর বাঁধাকপি, গাজর, পেঁয়াজ কুচি এর সাথে সব ভালভাবে মিশাতে হবে।
ভালভাবে বাতাস রুদ্ধ বক্স এ ঢ়ুকিয়ে ফ্রিজে রেখে দিন।
পরিবেশন এর আগে দু ঘন্টা পযর্ন্ত ফ্রীজ এ রাখুন।
কসলো যে কোনো খাবারের সাথে পরিবেশনের করা যায়। খেয়াল রাখবেন গাজর, বাঁধাকপি, পেঁয়াজ এগুলো কুচি যেন একদম মিহি ও পাতলা হয়।


Read More

আম-সুজির কেক

আম-সুজির কেক
আম-সুজির কেক

উপকরণ :
১. সুজি ১ কাপ,
২. আমের শাঁস (পাল্প) ১ কাপ,
৩. তেল অথবা বাটার আধা কাপ,
৪. চিনি আধা কাপ,
৫. বেকিং পাউডার ১/২ চা-চামচ,
৬. এলাচগুঁড়া আধা চা-চামচ,
৭. কিশমিশ ১/৪ কাপ(ইচ্ছা),

প্রণালি :
ওভেন ১৬০/৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি হিট হতে দিন। আমের শাঁস ছাড়া সুজির সঙ্গে সব উপকরণ মিশিয়ে নিন। তারপর আমের শাঁস (পাল্প) মিশিয়ে বেকিং ডিশে ঢেলে দিন।

ওভেনে দেওয়ার আগে ১০ মিনিট অপেক্ষা করুন। ২৫ থেকে ৩০ মিনিট বেইক করুন।
সময় শেষ হলে কেকের ভেতরে একটি কাঠি ঢুকিয়ে দেখে নিন কাঁচা রয়েছে কিনা। কাঁচা থাকলে সময় আর একটু বাড়িয়ে দেবেন। আর হয়ে গেলে সম্পূর্ণ ঠাণ্ডা করে নিন। পরিবেশন পাত্রে কেক উল্টিয়ে বের করে কেটে পরিবেশন করুন।
Read More

নান রুটি

নান রুটি
নান রুটি

উপকরণ: দুইকাপ ময়দা ( ৬ টা রুটির জন্য)

এক চা চামচ- ইষ্ট
এক চামচ- চিনি

লবণ (পরিমান মতো)

তেল (পরিমান মতো)

রসুন কুচি- ৪ কোয়া

বাটার -ব্রাশ করার জন্য সামান্য

প্রস্তুত প্রণালী:

একটি পাত্রে পানি গরম দিন । খামির বানানোর পাত্রে দুইকাপ ময়দা নিন। এক চা চামচ ইষ্ট নিন। তবে এর আগে ময়দায় পরিমান মতো লবণ ও এক চা চামচ চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ইষ্ট পানিতে গুলে নিয়ে ময়দায় দিয়ে মাখাতে থাকুন এবং প্রয়োজনমতো গরম পানি দিয়ে দিয়ে খামির বানান।

খামির হয়ে গেলে এবার তেল দিয়ে আবারও খামির মলে মলে আরো নরম করে নিন। খামিরকে একটা ধাতব/প্লাস্টিকের পাত্রে কিছুক্ষন রেখে গরম করা পানি পাত্রের উপর দিয়ে দিন (চুলা নিভিয়ে রাখুন)। পানি থেকে উঠা বাষ্প খামিরের তলায় লাগবে, খামির হালকা গরমে ফুলে উঠবে। মিনিট বিশেক পর খামির তুলে দেখুন। ফুলে বড় হয়েছে এবং ভাল ঘ্রাণ বের হচ্ছে। রুটি বেলার জন্য খামিরকে ছয় ভাগে ভাগ করুন (ছোট বানাতে চাইলে দুইকাপ ময়দায় আটটি বানাতে পারেন) রুটি বেলে নিন।

তাওয়া গরম করে সাধারন রুটির মত করে সেঁকে নিন। তবে ভাল একটা পাতলা কাপড় দিয়ে চাপ দিয়ে দিয়ে সেঁকে নিন। যাতে রুটির প্রতি অংশে আগুনের আঁচ লাগে। এর পর রুটির একপাশে বাটার ব্রাশ করে রসুন কুচি দিয়ে চুলার নিচে প্লেটে দিয়ে দিন। ৫ মিন পর নামিয়ে নিন। হয়ে গেল ঘরে তৈরি রুটি।

Read More

লেবু পাতা দিয়ে গরুর মাংস

লেবু পাতা দিয়ে গরুর মাংস
লেবু পাতা দিয়ে গরুর মাংস : ঈদের দিন পোলাও, খিচুরী ছাড়াও অনেক বাসাতেই মাংসের টেবিলে পরোটা বা চালের রুটি থাকে। তারা এবার কোরবানির ঈদে চালের রুটি বা পরোটার সঙ্গে খেতে পারেন বিফের এক নতুন কারি। লেবুপাতা দিয়ে রান্না করলে ভিন্নস্বাদ আসবেই গরুর মাংসে।

প্রয়োজনীয় উপকরণ : গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, লেবুর রস ১ চা চামচ, লবণ পরিমাণমতো, গরম মসলা কয়েকটি, টক দই ১ টেবিল চামচ, গোলমরিচ আধা চা চামচ, লেবু পাতা ৭/১০ টি।
 প্রস্তুত প্রণালী: তেল গরম করে পেঁয়াজ বাদামী করে ভেজে গরম মসলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা ও রসুন বাটা, জিরা ও ধনে, টক দই দিয়ে ভালো করে কষান। মাংস ঢেলে ভালোভাবে ভুনা করুন। পরিমাণমতো পানি দিন। মাংস সিদ্ধ হয়ে গেলে লেবুপাতা ও লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন। চালের রুটি বা গরম পরোটার সঙ্গে পরিবেশন করুন লেবু পাতার গরুর মাংস।

Read More